৩১শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ| ১৫ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ| ১২ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি| বিকাল ৩:৪০| শরৎকাল|

পাকুন্দিয়ায় অটোরিক্সার চাপায় ইমাম নিহত

Reporter Name
  • Update Time : রবিবার, মে ২১, ২০২৩,
  • 227 Time View

আছাদুজ্জামান খন্দকার, কিশোরগঞ্জ প্রতিনিধি:
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ব্যাটারি চালিত অটোরিক্সার চাপায় মো. তৌফিকুল ইসলাম (৩০) নামের মসজিদের এক ইমাম নিহত হয়েছেন। রবিবার (২১ মে) সকাল সাড়ে নয়টার দিকে উপজেলার সুখিয়া বাজার এলাকায় পাকুন্দিয়া-কিশোরগঞ্জ পাকা সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত তৌফিকুল উপজেলার বড় আজলদী গ্রামের একটি মসজিদের ইমাম ছিলেন বলে জানা গেছে। এ ঘটনায় অটোরিক্সাসহ চালক রতন মিয়াকে আটক করা হয়েছে। রতন কিশোরগঞ্জ সদর উপজেলার মারিয়া গ্রামের বাবুল মিয়ার ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, কিশোরগঞ্জ সদর উপজেলার চৌদ্দশত ইউনিয়নের পঁয়ত্রিশকাহন গ্রামের শামসুদ্দিনের ছেলে তৌফিকুল ইসলাম। তিনি পাকুন্দিয়া উপজেলার তারাকান্দি জামিয়া হোসাইনিয়া আছ’আদুল উলুম কওমী ইউনিভার্সিটিতে শরহেবেকায়া বিভাগে (আলিম সমমান) পড়াশোনা করতেন।

সেখানে পড়াশোনার পাশাপাশি বড় আজলদী গ্রামের একটি মসজিদের ইমাম ছিলেন। রবিবার সকাল নয়টার দিকে তিনি বাড়ি থেকে বাইসাইকেল যোগে মাদ্রাসায় যাচ্ছিলেন। এ সময় সুখিয়া বাজারের সোহেল মিয়ার সারের দোকানের সামনে পৌঁছলে পাকুন্দিয়া থেকে ছেড়ে আসা কিশোরগঞ্জগামী একটি যাত্রীবাহি অটোরিক্সা তাকে পেছন দিক থেকে ধাক্কা দেয়। এতে তিনি সড়কে ছিটকে পড়ে গিয়ে গুরুতর আহত হোন।
স্থানীয়রা তাকে উদ্ধার করে পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য কিশোরগঞ্জ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। সেখানে দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাহিদ হাসান সুমন এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অটোরিক্সাসহ চালককে আটক করা হয়েছে। লাশ ময়না তদন্তের জন্য কিশোরগঞ্জ সদর আধুনিক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরি অন্যান্য নিউজ