লালমনিরহাটের পাটগ্রামে গোপনে অসুস্থ গরু জবাই করে মাংশ বিক্রির দায়ে এক কসাই কে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় উদ্ধারকৃত মাংস জব্দ করে আগুনে বিনষ্ট করা হয়।
জানা যায়, উপজেলার জোংড়া ইউনিয়নের আলাউদ্দিন নগর এলাকা থেকে অসুস্থ (ফুডপয়জনিং) দুটি গরু কিনে গোপনে জবাই করে কুচলিবাড়ি ইউনিয়নের পানবাড়ি গ্রামের বিডিআর বাজারে মাংস বিক্রি করে জুয়েল নামের এক মাংস ব্যবসায়ী।
গোপন সংবাদের ভিত্তিতে গতকাল সোমবার (৩ ফেব্রুয়ারী) দিবাগত রাত ৩ টার দিকে পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্টেট জিল্লুর রহমানের নেতৃত্বে উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. মোতাহারুল ইসলাম ও পাটগ্রাম থানা পুলিশ নিয়ে পরিচালিত হয় ভ্রম্যমাণ আদালত।
প্রথমে জোংড়া ইউনিয়নের আলাউদ্দিন নগরের কসাই জুয়েল হোসেন (৩৫) কে আটক করে পাটগ্রাম থানায় নিয়ে এসে জিজ্ঞাসাবাদ করেন।
তারই দেয়া তথ্যের ভিত্তিতে কুচলিবাড়ি ইউনিয়নের পানবাড়ি গ্রামের বিডিআর বাজারে মোক্তার কসাইয়ের দোকানের ফ্রিজ থেকে ২টি গরু মাংস উদ্ধার করে আগুনে বিনষ্ট করে মাটিতে পুতে ফেলা হয় এবং জুয়েলকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
পাটগ্রাম উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. মোতাহারুল ইসলাম জানান, উদ্ধারকৃত মাংস জব্দ করে আগুনে বিনষ্ট করা হয়েছে। নিরাপদ প্রাণিজ আমিষ সরবরাহ নিশ্চিতে প্রাণি সম্পদ বিভাগ ও উপজেলা প্রশাসনের এ ধরণের যৌথ অভিযান চলমান থাকবে।
পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিল্লুর রহমান বলেন, অসুস্থ গরুর মাংস বিক্রি করার খবর পেয়ে রাতে অভিযান চালিয়ে মাংস বিনষ্ট করা হয় ও বিক্রেতাকে জরিমানা করা হয়েছে।