২৮শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ| ১৩ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ| ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি| রাত ১২:৩৪| হেমন্তকাল|
শিরোনাম:
রাণীশংকৈলে ডিএমআইই পদ্ধতি বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত তারেক জিয়া সাইবার ফোর্স নরসিংদী জেলা শাখার কমিটি গঠন স্বাধীনতা বিরোধীদের সঙ্গে এদেশের মানুষ আপোষ করতে পারে না- মির্জা ফখরুল পাটগ্রাম সীমান্তে বিএসএফের ছররা গুলিতে তিন বাংলাদেশি আহত নান্দাইলে ধানের শীষের ভোট চেয়ে ছাত্রদলের নেতৃত্বে প্রচারণা মিছিল ভোলায় মানবতার বন্ধনের উদ্যোগে জলবায়ু পরিবর্তন ও প্রভাব শীর্ষক আলোচনা সভা নান্দাইলে বিএনপির মনোনীত প্রার্থীর পক্ষে ধানের শীষের মিছিল কপিলমুনি ব্লাড ব্যাংকের সভাপতি রাজ, সম্পাদক রনি কুড়িগ্রাম-২ আসনে গণসংযোগ করছেন ইসলামী আন্দোলনের প্রার্থী নূর বখ্ত মিয়া অবহেলিত পাইকগাছা-কয়রাকে রোল মডেল করতে চান  বিএনপি প্রার্থী বাপ্পী

পাটগ্রামে আগাম আলু চাষে খরচ বেশি, দাম কমার কারণে হতাশ কৃষক!

মামুন হোসেন সরকার, পাটগ্রাম (লালমনিরহাট) প্রতিনিধি:
  • Update Time : বৃহস্পতিবার, ডিসেম্বর ২৬, ২০২৪,
  • 95 Time View

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় এ বছর আলুর আবাদ বৃদ্ধি পেয়েছে। গত বছর আলু চাষে লাভ হওয়ায় এ বছরও আলু চাষ করেছেন পাটগ্রাম উপজেলার কৃষকেরা।

আগাম আলুর দাম হঠাৎ করে কমার কারণে কৃষকেরা দুঃশ্চিন্তায় পড়েছেন। বর্তমানে কৃষকেরা মাঠে আলু বিক্রি করছে প্রতি কেজি ৩৫ থেকে ৪০ টাকা । গত দুই সপ্তাহের ব্যবধানে কেজিতে কমেছে আলুর দাম ৪০ থেকে ৫০ টাকা।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পাটগ্রাম কার্যালয় সূত্রে জানা গেছে,উপজেলায় চাষযোগ্য জমি রয়েছে ২১ হাজার ২৬০ হেক্টর । চলতি মৌসুমে আলুর চাষ হয়েছে ২৬০ হেক্টর জমিতে। গত বছর হয়েছিল ২৫০ হেক্টর জমিতে। এছাড়াও বেগুন, ফুলকপি, বাঁধাকপি অন্যান্য শীতকালীন শাকসবজি আবাদ হয়েছে ৭৫০ হেক্টর জমিতে।

এ বিষয়ে পাটগ্রাম উপজেলার কুচলীবাড়ী ইউনিয়নের কৃষক আজিজার রহমান (৬০) বলেন, পাটগ্রাম উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল গাফ্ফার স্যারের পরামর্শ অনুযায়ী ওষুধ ও কীটনাশক জমিতে দিয়েছি। আলুর কোন রোগ দেখা দেয়নি। আগাম আলুর ফলন তুলনামূলকভাবে কম হয়। তবে এ বছর আলুর বীজের দাম বেশি।

বিদেশ থেকে আলু আসার কারণে আলুর দামও দিন- দিন কমছে। এতে আমাদের কৃষকদের তেমন লাভ হচ্ছে না।,
একই উপজেলার কৃষক হাসানুজ্জামান হাসান (৩০) ও একরামুল হক (৫০) বলেন, আমরা আগাম আলু চাষ করেছি কিছু আলু তুলেছি।

আলুর বীজ খারাপ হওয়ার কারণে ফলন কম হয়েছে। প্রতি শতকে এক মণ আলু হয়েছে। নতুন আলু বিক্রি করেছি ৪০ টাকা কেজি। এখন বিদেশ থেকে আলু আসার কারণে দাম প্রতিনিয়ত কমছে।

সার কীটনাশক এগুলোতে আমাদের প্রচুর ব্যয় হয়। যখন আলু বিদেশ থেকে আসার প্রয়োজন তখন আসে না এখন আমরা আগাম আলু তুলতেছি। এখন দেখা যাচ্ছে যে বিদেশ থেকে আলু আসছে। এ কারণে দাম কম পাচ্ছি।

এ বিষয়ে পাটগ্রাম উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আব্দুল গাফ্ফার বলেন, আলুর দাম ভালো হওয়ায় এ বছর কৃষকেরা আলু আবাদের দিকে বেশি ঝুঁকছে। পাটগ্রাম উপজেলায় বিগত বছরের তুলনায় এ বছর আলুর আবাদ বৃদ্ধি পেয়েছে। আবহাওয়া অনুকূলে থাকায় আশা করা যাচ্ছে ফলন ভালো হবে। মাঠ পর্যায়ে আমাদের উপসহকারী কৃষি অফিসারগণ কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ দিচ্ছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরি অন্যান্য নিউজ