২রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ| ১৬ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ| ১৬ই রজব, ১৪৪৬ হিজরি| দুপুর ১:৪৮| শীতকাল|

পাটগ্রামে ইউএনও’র আশ্বাসে অবরোধ তুলে নিলেন আন্দোলনকারীরা

Reporter Name
  • Update Time : বুধবার, জুলাই ১৯, ২০২৩,
  • 247 Time View

পাটগ্রাম (লালমনিরহাট) প্রতিনিধি:
কাকিনা পয়েন্ট হয়ে (মহিপুর শেখ হাসিনা সেতু) লালমনিরহাট-রংপুর মহাসড়ক দিয়ে ট্রাক চলাচল বন্ধের প্রতিবাদে পাটগ্রাম উপজেলার বুড়িমারী স্থলবন্দর – লালমনিরহাট মহাসড়ক ঘন্টাব্যাপী অবরোধ করে রেখেছে পাটগ্রাম ট্রাক মালিক সমিতি।

আজ বুধবার (১৯ জুলাই) বিকেল সাড়ে ৪ টা হতে সাড়ে ৫ টা পর্যন্ত পাটগ্রাম সরকারি জসমুদ্দিন কাজী আব্দুল গণি কলেজ মোড়ে সড়ক অবরোধে করেন আন্দোলনকারীরা। এতে বুড়িমারী স্থলবন্দর ও দেশের বিভিন্ন এলাকা থেকে ছেড়ে আসা দূরপাল্লার নৈশ কোচ, পণ্যবাহী ট্রাকসহ কয়েকশতাধিক বিভিন্ন যানবাহন আটকা পড়ে।

খবর পেয়ে পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুরুল ইসলাম, পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস ওয়াহিদ ঘটনাস্থলে আসেন। এসময় জনসাধারণের দুর্ভোগরোধে সমস্যা সমাধানে আশ্বাস দিলে অবরোধ তুলে নেন আন্দোলনকারীরা।
জানা গেছে, ১২১ কোটি টাকা ব্যয়ে ৮৫০ মিটার দৈর্ঘ্যের এ সেতুটি ২০১৮ সালের এপ্রিল চলাচলের জন্য খুলে দেওয়া হয়। গত রোববার (২৮ মে) এ সেতু দিয়ে ভারি যানবাহন/ট্রাক চলাচলে নিষেধাজ্ঞা দেয় স্থানীয় প্রশাসন।

এতে ট্রাক মালিক ও চালকেরা অতিরিক্ত ব্যয়ের শঙ্কায় পড়ে।
বুড়িমারী স্থলবন্দর হতে লালমনিরহাট জেলা দিয়ে দেশের অভ্যন্তরে পণ্য পাঠাতে প্রায় ৪৫ কিলোমিটার সড়ক বেশি চলতে হয়।

এ সেতু দিয়ে গাড়ি চলাচলে ৪৫ কিলোমিটার পথ কমে আসে। এতে প্রতি গাড়িতে ১৩ থেকে ১৫ লিটার তেল সাশ্রয় হয়। এজন্য বুড়িমারী স্থলবন্দর হতে পণ্য পরিবহণে গাড়ির মালিক, চালক ও শ্রমিকরা এ সেতু পথ পূণরায় চালুর দাবিতে সড়ক অবরোধ করে।

এ সময় বক্তব্য দেন পাটগ্রাম ট্রাক মালিক ও শ্রমিক সমিতির সভাপতি মোস্তাফিজুর রহমান মোস্তা ও সাধারণ সম্পাদক এবং পাটগ্রাম উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোফাজ্জল হোসেন লিপু প্রমুখ।

বক্তারা আগামী ৭ দিনের মধ্যে এ সেতু দিয়ে ট্রাক চলাচলে নিষেধাজ্ঞা তুলে না নিলে লাগাতার মহাসড়ক অবরোধের ঘোষণা দেন।
উল্লেখ্য, এ সড়ক দিয়ে ট্রাক চলাচল বন্ধের প্রতিবাদে এর আগে গত ২৯ মে ও ০১ জুন একই স্থানে সড়ক অবরোধ করেছিল পাটগ্রাম ট্রাক মালিক সমিতি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরি অন্যান্য নিউজ