
সারাদেশের ন্যায় লালমনিরহাটের পাটগ্রামে বাড়ি ভাড়া, মেডিকেল ভাতা এবং কর্মচারীদের উৎসব ভাতা ও পুলিশি নির্যাতনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকালে পাটগ্রাম টি এন স্কুল এন্ড কলেজ মাঠ থেকে শুরু হয়ে একটি বিক্ষোভ মিছিল শহরে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্বরে এসে সমাবেশ করে।
বাংলাদেশ শিক্ষক সমিতি (মাধ্যমিক) পাটগ্রাম উপজেলা শাখার সভাপতি ওয়ালিউর রহমান সোহেলের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আবু হেনা মমিনুল হক, এপি সিনিয়র মাদ্রাসা অধ্যক্ষ আবুল কালাম আজাদ, বাউরা পূনম চাঁদ ভুতোরিয়া কলেজের (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ বসিরুল ইসলাম আকন্দ, পাটগ্রাম মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ফণি ভূষণ শর্মা, পাটগ্রাম আদর্শ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ তোফাজ্জল হোসেন সাজু প্রমুখ।
সমাবেশে শিক্ষকরা বলেন, এমপিওভুক্ত শিক্ষক -কর্মচারীদের জন্য ২০% বাড়ি ভাড়া, ১৫০০ টাকা মেডিকেল ভাতা এবং কর্মচারীদের জন্য ৭৫% উৎসব ভাতার প্রজ্ঞাপন জারির দাবিতে ও শিক্ষকদের উপর পুলিশি নির্যাতনের প্রতিবাদে আজকের বিক্ষোভ মিছিল শেষে আমরা স্পষ্ট বলে দিতে চাই, আমাদের দাবি অনতিবিলম্বে মেনে না নিলে শিক্ষা প্রতিষ্ঠানে অনির্দিষ্টকালের জন্য কমপ্লিট শাটডাউন করা হবে।
প্রয়োজনে ঢাকা অভিমুখে সারাদেশের শিক্ষকরা তাদের দাবি আদায়ে স্বোচ্চার হবে।