পাটগ্রাম (লালমনিরহাট) প্রতিনিধি:
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার সহায়তা প্রদান কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। এ বছর উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভায় পর্যায়ক্রমে ৫ হাজার ৩৪০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে ভূট্টা, গম, সরিষা , চীনাবাদাম, পেঁয়াজ, মুগ ডাল বীজ ও সার বিতরণ করা হবে।
বৃহস্পতিবার (১৯ অক্টোবর ) দুপুরে পাটগ্রাম উপজেলার বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. মোতাহার হোসেন এমপি অডিটোরিয়ামে বীজ ও সার বিতরণের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি লালমনিরহাট ১ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোতাহার হোসেন ।
অনুষ্ঠানে পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুরুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভা করা হয়। এ সময় উপস্থিত ছিলেন পাটগ্রাম উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. মোফাজ্জল হোসেন লিপু , উপজেলা আওয়ামী লীগের সভাপতি পূর্ণ চন্দ্র রায়, পাটগ্রাম উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. আব্দুল গাফ্ফার, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ মো. জামিয়ার রহমান প্রমুখ।
উল্লেখ্য, উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, এ উপজেলায় ১ হাজার ৪৫০ জন কৃষকের মাঝে ২ কেজি করে উচ্চ ফলনশীল ভুট্টা বীজ, ২০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার, ৯ ০০ জন কৃষকের মাঝে গম বীজ ২০ কেজি, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার, ২ হাজার ৮ ০০ জন কৃষকের মাঝে ১ কেজি সরিষা বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার, ৬০ জন কৃষকের মাঝে ১০ কেজি চিনাবাদাম বীজ,১০ কেজি ডিএপি ও ৫ কেজি এমওপি সার, ১০০ জন কৃষকের মাঝে ১ কেজি পেঁয়াজ বীজ ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার ও ৩০ জন কৃষকের মাঝে ৫ কেজি মুগডাল বীজ ১০ কেজি ডিএপি ও ৫ কেজি এমওপি সার বিতরণ করা হবে।