
লালমনিরহাটের পাটগ্রামে বৃহস্পতিবার (২০ফেব্রুয়ারি) থেকে তিন দিনব্যাপী কৃষি মেলা শুরু হয়েছে। সকাল ১০ টায় উপজেলা পরিষদ চত্বরে প্রধান অতিথি লালমনিরহাট খামাড়বাড়ি, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. সাইখুল আরিফিন মেলার উদ্বোধন করেন।
পাটগ্রাম উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে রংপুর বিভাগ কৃষি ও গ্রামীণ উন্নয়ন প্রকল্পের আওতায় এ মেলার আয়োজন করা হয়।
এ উপলক্ষে উপজেলা চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক ঘুরে একই স্থানে গিয়ে শেষ হয়।
মেলায় ১৬ টি স্টলে ফলজ,বনজ,ঔষধি ও ফুলের গাছের চারা, কৃষি যন্ত্রপাতি, বেসরকারি কম্পানির জৈব বালাই নাশক এবং বিভিন্ন প্রকার ফল প্রদর্শন ও বিক্রি করা হচ্ছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিল্লুর রহমান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাটগ্রাম উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আব্দুল গাফফার, অতিরিক্ত উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ হারুন মিয়া, পাটগ্রাম উপজেলা প্রকৌশলী শফিউল ইসলাম রিফাত, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আতাউর রহমান, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ জামিয়ার রহমান প্রমুখ।