পাটগ্রাম (লালমনিরহাট) প্রতিনিধি:
নিরাপদ মাছে ভরবো দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় জাতীয় মৎস্য সপ্তাহ শুরু হয়েছে।
উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে মৎস্য সম্পদের সুরক্ষা এবং সমৃদ্ধি অর্জনে মৎস্য অধিদপ্তরের গৃহীত কার্যক্রম বিষয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এ সভায় জানোনা হয় সপ্তাহব্যাপী ( ২৪ জুলাই থেকে ৩০ জুলাই) এ বছর জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৩ সারা দেশে একযোগে পালিত হবে।
সোমবার (২৪ জুলাই) বেলা ১২ টায় উপজেলার শহীদ আফজাল হোসেন মিলনায়তনে মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা মৎস্য কর্মকর্তা দীন মো. আসাদুল্লাহ। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুরুল ইসলাম।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বুড়িমারী স্থলবন্দর ফিসারিশ কোয়ারেন্টাইন কর্মকর্তা আব্দুল আহাদ লাজু,
পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক শাহীনুর রহমান সাগর, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা উত্তম কুমার নন্দী এবং উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আবু তালেব প্রমুখ।