লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার জোংড়া ইউনিয়নের ধরলা ব্রীজ নন্দের ঘাট এলাকায় ট্রাক্টর উল্টে খাইরুল ইসলাম (৩৫) নামের এক হাডুডু খেলোয়ার নিহত হয়েছেন।
গুরুতর আহত হয়েছেন চারজন। আজ শনিবার (২ নভেম্বর) বিকেল সাড়ে চারটার দিকে এ ঘটনা ঘটে।
নিহত খাইরুল ইসলাম জোংড়া ইউনিয়নের ধবলগুড়ি এলাকার রুহুল আমিনের ছেলে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, জোংড়া থেকে থেকে ট্রাক্টরে করে ১০-১২ জন খেলোয়াড়সহ খাইরুল ইসলাম
হাতীবান্ধা উপজেলার সানিয়াজান ইউনিয়নে হাডুডু খেলার উদ্দেশ্যে রওনা দেন।
এ সময় ধবলগুড়ি-সরকারেরহাট আঞ্চলিক সড়কের ধরলা ব্রীজ নন্দের ঘাট এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক্টরটি উল্টে যায়।
এতে খেলোয়াড় খায়রুল ইসলাম ঘটনাস্থলে নিহত হন। গুরুতর আহত হন চারজন । তাদের উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।
জোংড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) ৮নং ওয়ার্ডের সদস্য নজরুল ইসলাম বলেন, হাডুডু খেলার উদ্দেশ্যে শনিবার বিকেলে ট্রাক্টর নিয়ে খাইরুলসহ ১০-১২ জন হাতীবান্ধা উপজেলার সানিয়াজান ইউনিয়নের উদ্দেশ্যে যাচ্ছিলেন। পথে ট্রাক্টরটি উল্টে যায়। এতে ঘটনাস্থলেই খাইরুলের মৃত্যু হয়।চারজন গুরুতর আহত হয় তাদের উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।