নিজস্ব প্রতিবেদক, লালমনিরহাট:
লালমনিরহাটের পাটগ্রামে ট্রেনে কাটা পড়ে তুলসি রাণী (৪৬) নামে এক নারীর মৃত্যু হয়েছে ।
তিনি উপজেলার জোংড়া ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের ঘোষপাড়া গ্রামের সুবল চন্দ্রের স্ত্রী।
শুক্রবার দিবাগত (২০ মে) রাতে জোংড়া ইউনিয়নের ২ নং ওয়ার্ডের মমিনপুর গ্রামের শিমুলতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। থানা পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে বুড়িমারী-লালমনিরহাটগামী ট্রেনে কাটা পড়ে তুলসী রাণী ঘটনাস্থলে নিহত হন।
সকালে তাঁর ছিন্ন-ভিন্ন লাশ দেখতে পায় স্বজনেরা। পরে লালমনিরহাট রেলওয়ে পুলিশ লাশ ময়নাতদন্তের জন্য নিয়ে যায়।,
এ বিষয়ে জোংড়া ইউনিয়ন পরিষদের ৩ নং ওয়ার্ডের ইউপি সদস্য নজরুল ইসলাম বলেন, ‘ট্রেনে কাটা পড়ে নিহত তুলসী রাণী গত ১ থেকে দেড় বছর হতে মানসিক রোগে ভুগছিলেন। শুক্রবার সন্ধার পর হতে সে নিখোঁজ হয়। তাঁর স্বজনেরা বহু খুঁজেও তাঁকে পাননি। পরদিন রেললাইনে কাটা অবস্থায় তাঁর মরদেহ পাওয়া যায়।’
এছাড়াও শনিবার সকাল সাড়ে ৯ টার দিকে পাটগ্রাম পৌরসভার পুরাতন কাঁচামাল বাজারে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে ওমর ফারুক (৪৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছে। তিনি পাটগ্রাম পৌরসভার ৮ নং ওয়ার্ডের স্টেশনপাড়া এলাকার মনির উদ্দিনের ছেলে।
এ বিষয়ে পাটগ্রাম থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক দুই ব্যক্তির মৃত্যুর ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘ লালমনিরহাট রেলওয়ে পুলিশ ফাঁড়ির ওসিকে নিহতের বিষয়ে জানানো হয়েছে। আর বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে নিহত ব্যক্তির মরদেহ তাঁর পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’