১লা আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ| ১৫ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ| ১৯শে জিলহজ, ১৪৪৬ হিজরি| দুপুর ১২:২৫| বর্ষাকাল|
শিরোনাম:
গফরগাঁওয়ে ব্ল্যাকমেইল করে ছয় লাখ টাকা আত্মসাতের ঘটনায় সাংবাদিক পরিচয়ধারী ৩ জন আটক কাপাসিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণা চাঁপাইনবাবগঞ্জে আলোকিত গৌড়ের ১ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত চাঁপাইনবাবগঞ্জে বিএনপির ঈদ পুনর্মিলনী ও মতবিনিময় সভা অনুষ্ঠি ড. মুহাম্মদ ইউনূস-তারেক বৈঠকে অনেক রাজনৈতিক দলের মনে জ্বালা ধরিয়েছে -রিজভী পাটগ্রাম সীমান্তে আবারও ছয় জনকে পুশইন করেছে বিএসএফ দীর্ঘ ছুটিতে পাইকগাছায় থেমে থাকেনি মা ও শিশু স্বাস্থ্য সেবা প্রদান প্রেসক্লাব নান্দাইলের দ্বি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত সভাপতি হান্নান, সম্পাদক রায়হান উলিপুরে অবৈধভাবে বালু উত্তোলন করায় মেশিন জব্দ এবং মামলা নদী থেকে ২২ ঘন্টার পর নিখোঁজ ভাইয়ের লাশ উদ্ধার

পাটগ্রামে ট্রেনে কাটা পড়ে ও বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে ২ জনের মৃত্যু

Reporter Name
  • Update Time : শনিবার, মে ২০, ২০২৩,
  • 329 Time View

নিজস্ব প্রতিবেদক, লালমনিরহাট:
লালমনিরহাটের পাটগ্রামে ট্রেনে কাটা পড়ে তুলসি রাণী (৪৬) নামে এক নারীর মৃত্যু হয়েছে ।
তিনি উপজেলার জোংড়া ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের ঘোষপাড়া গ্রামের সুবল চন্দ্রের স্ত্রী।
শুক্রবার দিবাগত (২০ মে) রাতে জোংড়া ইউনিয়নের ২ নং ওয়ার্ডের মমিনপুর গ্রামের শিমুলতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। থানা পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে বুড়িমারী-লালমনিরহাটগামী ট্রেনে কাটা পড়ে তুলসী রাণী ঘটনাস্থলে নিহত হন।

সকালে তাঁর ছিন্ন-ভিন্ন লাশ দেখতে পায় স্বজনেরা। পরে লালমনিরহাট রেলওয়ে পুলিশ লাশ ময়নাতদন্তের জন্য নিয়ে যায়।,
এ বিষয়ে জোংড়া ইউনিয়ন পরিষদের ৩ নং ওয়ার্ডের ইউপি সদস্য নজরুল ইসলাম বলেন, ‘ট্রেনে কাটা পড়ে নিহত তুলসী রাণী গত ১ থেকে দেড় বছর হতে মানসিক রোগে ভুগছিলেন। শুক্রবার সন্ধার পর হতে সে নিখোঁজ হয়। তাঁর স্বজনেরা বহু খুঁজেও তাঁকে পাননি। পরদিন রেললাইনে কাটা অবস্থায় তাঁর মরদেহ পাওয়া যায়।’

এছাড়াও শনিবার সকাল সাড়ে ৯ টার দিকে পাটগ্রাম পৌরসভার পুরাতন কাঁচামাল বাজারে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে ওমর ফারুক (৪৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছে। তিনি পাটগ্রাম পৌরসভার ৮ নং ওয়ার্ডের স্টেশনপাড়া এলাকার মনির উদ্দিনের ছেলে।

এ বিষয়ে পাটগ্রাম থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক দুই ব্যক্তির মৃত্যুর ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘ লালমনিরহাট রেলওয়ে পুলিশ ফাঁড়ির ওসিকে নিহতের বিষয়ে জানানো হয়েছে। আর বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে নিহত ব্যক্তির মরদেহ তাঁর পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরি অন্যান্য নিউজ