
লালমনিরহাটের পাটগ্রামে ঢালাই স্পেশাল সিমেন্ট কর্তৃক আয়োজিত বাড়ি নির্মাণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
আজ রবিবার ( ২০ এপ্রিল) পাটগ্রাম উপজেলার এস এস ট্রেডিং হলরুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত বাড়িওয়ালাদের নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের (এমজিআই) অঙ্গ প্রতিষ্ঠান ইউনিক সিমেন্ট ইন্ডাস্ট্রিজ লিমিটেডের (ইউসিআইএল ) এক্সিকিউটিভ ডিরেক্টর মোঃ খোরশেদ আলম।
অন্যান্যদের মধ্যে ডিজিএম আশিক আহমেদ, সিনিয়র ম্যানেজার রেজওয়ানুল ইসলাম রনি, মেসার্স এস এস ট্রেডিং এর স্বত্বাধিকারী আব্দুল লতিফ সুজন ও আবু আলম সিদ্দিক সুমন, প্রকৌশলী বৃন্ধ ও বিভিন্ন এলাকার বাড়িওয়ালা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে সকলকে কোম্পানির পক্ষ থেকে উপহার সামগ্রী প্রদান করা হয়।