
লালমনিরহাটের পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে সালেহ আহমেদ তাহসিন নামের দুই বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।
শুক্রবার (৩ অক্টোবর) সকালে উপজেলার জগতবেড় ইউনিয়নের পশ্চিম জগতবেড় মুসল্লিটারী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সালেহ আহমেদ তাহসিন জগতবেড় ইউনিয়নের পশ্চিম জগতবেড় মুসল্লিটারী এলাকার সাবলু মিয়ার ছেলে।
জানা গেছে, শুক্রবার সকালে শিশু সালেহ আহমেদ তাহসিনের দাদি গরুর জন্য ঘাস কাটতে বাড়ি থেকে বের যান। বাড়ির সকলের অজান্তে শিশুটি তাঁর দাদির পিছে পিছে গিয়ে বাড়ির পাশের পুকুরের পানিতে পড়ে যায়। শিশুটিকে পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজির করে।
এক পর্যায়ে স্থানীয়রা পুকুরের পানিতে ভাসতে দেখে তাকে উদ্ধার করে। পরে তাকে পাটগ্রাম হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক সালেহ আহমেদ তাহসিনকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে জগতবেড় ইউনিয়ন পরিষদের ১ নং ওয়ার্ডের ইউপি সদস্য তোজাম্মেল হোসেন নিহতের সত্যতা নিশ্চিত করে বলেন, সকলের অগোচরে বাড়ির পাশের পুকুরে পানিতে পড়ে শিশু সালেহ আহমেদ তাহসিনের মৃত্যু হয়। বিষয়টি কষ্টদায়ক।