
পাটগ্রাম (লালমনিরহাট) প্রতিনিধি:
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার দহগ্রাম ইউনিয়নের পুকুরের পানিতে খেলতে গিয়ে সাইদুল ইসলাম (১২) নামের এক মাদ্রাসা পড়ুয়া কিশোরের মৃত্যু হয়েছে। এ সময় হাসানুর রহমান (১১) নামে আরেক কিশোর আহত হয়েছেন।
আজ শনিবার দুপুরে উপজেলার দহগ্রাম ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের এ ঘটনাটি ঘটেছে। সাইদুল ইসলাম ওই এলাকার মো. ইব্রাহিম মিয়ার ছেলে। আহত হাসানুর একই গ্রামের ছমিদুলের ছেলে।
প্রত্যাক্ষদর্শী সূত্রে জানা গেছে, কিশোর মো. সাইদুল ইসলাম বন্ধুদের ওই পুকুরে গোসল করতে যায়। এ সময় বন্ধুরা পুকুরের পানিতে খেলা করছিল। এক পর্যায়ে সাইদুল ও হাসানুর পুকুরের পানিতে ডুবে নিখোঁজ হন।
বন্ধুদের চিৎকার শুনে স্থানীয়রা পুকুরে নেমে অনেক খোঁজা খুঁজি করে দুজনকে উদ্ধার করতে পারেনি। পরে পাটগ্রাম উপজেলা ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হওয়ার পর স্থানীয়রা সাইদুল ইসলামের লাশ ও হাসানুরকে আহত অবস্থায় উদ্ধার করেন।
পরে আহত কিশোর হাসানুরকে চিকিৎসার জন্য পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। সেখানে হাসানুর চিকিৎসাধীন রয়েছেন বলে ফায়ার সার্ভিসের সদস্যরা নিশ্চিত করেছেন।
এ বিষয়ে দহগ্রাম পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এনায়েত কবীর পুকুরে ডুবে সাইদুল ইসলামের মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন।