
লালমনিরহাটের পাটগ্রামে এক ভুয়া চিকিৎসকের ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। দণ্ডপ্রাপ্ত ভুয়া চিকিৎসকের নাম জিল্লুর রহমান জুয়েল(৩৫)।
আজ সোমবার (৬ অক্টোবর) বিকেলে পাটগ্রাম পৌর বাজারের ওই ভুয়া চিকিৎসকের চেম্বারে গিয়ে পাটগ্রাম থানা পুলিশের সহযোগিতায় ভ্রাম্যমাণ আদালত অভিযান চালান।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উত্তম কুমার দাশ। এ সময় পাটগ্রাম থানার সাব- ইন্সপেক্টর (এসআই) রেজার নেতৃত্বে পুলিশের একটি দল উপস্থিত ছিলেন।
জানা যায়, বিএমডিসির নিবন্ধন ছাড়াই নিজেকে চিকিৎসক পরিচয় দিয়ে দীর্ঘদিন ধরে পাটগ্রাম পৌর এলাকায় চেম্বার খুলে রোগী দেখছেন জিল্লুর রহমান জুয়েল। তাঁর নামে বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের (বিএমডিসি) কোনো নিবন্ধন নেই। তারপরও তিনি নিজেকে চিকিৎসক পরিচয়ে বিভিন্ন রোগের চিকিৎসা দিতেন।
বিষয়টি নিশ্চিত হওয়ার পর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উত্তম কুমার দাশ ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাঁকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন। অভিযান চলাকালে জিল্লুর রহমান জুয়েল কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেননি।
পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ দেবব্রত কুমার রায় বলেন, তিনি দীর্ঘদিন ধরে কোন নিবন্ধন ছাড়াই চিকিৎসা সেবা দিয়ে আসছেন। এমন তথ্য পাওয়ার পর বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবগত করলে তিনি দেশের প্রচলিত আইন অনুযায়ী ওই ভুয়া ডাক্তারকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাজা দেন।
এ বিষয়ে পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী বিচারক উত্তম কুমার দাশ বলেন,“ নামের পাশে ডাক্তার ব্যবহার করে রোগীদের সাথে দীর্ঘদিন ধরে প্রতারণা করে আসছেন জিল্লুর রহমান জুয়েল। চিকিৎসা একটি অত্যন্ত সংবেদনশীল পেশা। প্রয়োজনীয় যোগ্যতা ও নিবন্ধন ছাড়া চিকিৎসা দেওয়া আইনত অপরাধ।
বিএমডিসির নিবন্ধন ব্যতীত ব্যবস্থাপত্রের সহিত অবৈধভাবে প্রতারণামূলক চিকিৎসা সেবার মাধ্যমে জনগণের স্বাস্থ্য,অর্থ ও জীবন বিপন্ন হয় এমন কার্য ঘটানোর অপরাধে তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।”