লালমনিরহাটের পাটগ্রাম উপজেলা স্থানীয় সরকার অধিদপ্তরের (এলজিইডি) প্রভাতি প্রকল্পের আয়োজনে বাউরা ইউনিয়নের বাউরা হাট-বাজার উন্নয়ন কাজের সীমানা নির্ধারণ সংক্রান্ত আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে বাউরা ইউনিয়ন পরিষদের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
সরকার ইন্টারন্যাশনাল ফান্ড ফর এগ্রিকালচারাল ডেভেলপমেন্টের (ইফাদ) সহায়তাপুষ্ট অবকাঠামোগত দক্ষতা উন্নয়ন ও তথ্যের মাধ্যমে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠির সহনশীলতা বৃদ্ধি (প্রভাতি) প্রকল্পের মাধ্যমে এটি বাস্তবায়ন হবে।
উক্ত সভায় বাউরা ইউনিয়ন পরিষদের প্রশাসক ও পাটগ্রাম উপজেলা অতিরিক্ত কৃষি কর্মকর্তা কৃষিবিদ হারুন মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিল্লুর রহমান।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাটগ্রাম উপজেলা প্রকৌশলী শফিউল ইসলাম রিফাত, বাউরা ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা সোলেয়মান আলী, হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর আরিফুজ্জামান, এসিস্ট্যান্ট ফিল্ড ইন্জিনিয়ার সীমান্ত দ্বীপ আচার্য, প্রভাতি প্রকল্পের এম এস এল মনিরুজ্জামান, এল এম এল আব্দুর রহিম, বাউরা ইউনিয়ন বিএনপির সভাপতি শামসুল আলম, বাউরা ইউনিয়ন জামায়তে ইসলামীর সহ-সেক্রেটারী জাহাঙ্গীর আলম সরকার, ব্যবসায়ী আব্দুল হালিম প্রমুখ।