গত ৭ জুলাই দৈনিক আমার সংবাদ পত্রিকায় ও অনলাইন নিউজ পোর্টাল সময় খবরে ‘মনোহরদীতে ভুল চিকিৎসায় কাতরাচ্ছেন প্রসূতি’ শিরোনামে প্রকাশিত সংবাদটি আমাদের দৃষ্টিগোচর হয়েছে। প্রকাশিত সংবাদটিতে বলা হয় রোগীর অপারেশনের সময় পেটের ভেতরে সুতা ও গজ রেখেই সেলাই করা হয়। যা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন।
রোগীর পরবর্তীতে করা বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালের পরীক্ষা নিরীক্ষার রিপোর্টগুলোতেও যা স্পষ্ট, পেটের ভেতরে কোন গজ বা সুতা রেখে সেলাই করা হয়নি। সংবাদদাতাকে ভুল তথ্য দিয়ে কে বা কাহারা উদ্দেশ্য প্রনোদিত হয়ে সংবাদটি প্রচার করিয়াছে। আমরা উক্ত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
-ডাঃ কানিজ ফাতেমা তানিয়া, সহকারী সার্জন
মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স।
-ডাঃ আসাদুজ্জামান তালুকদার, সহকারী সার্জন মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স।