নিজস্ব প্রতিবেদক:
নিরাপদ অভিবাসন ও বিদেশ ফেরত পুনরেকত্রীকরণ ‘প্রত্যাশা প্রবাস বন্ধু ফোরাম’ এর কমিটি গঠন করা হয়েছে। আজ রবিবার দুপুরে একদুয়ারিয়া ইউনিয়নের রসুলপুরে ব্র্যাক কার্যালয়ে ১৪ সদস্য বিশিষ্ট মনোহরদী উপজেলা কমিটি গঠন করা হয়।
এতে সর্বসম্মতিক্রমে সভাপতি নির্বাচিত হয়েছেন দৌলতপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের জেষ্ঠ শিক্ষক মো. সানাউল্লাহ এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন দৈনিক কালের কন্ঠ’র মনোহরদী প্রতিনিধি মুহা. ইসমাইল হোসাইন খান।
কমিটির সহ সভাপতি হলেন, একদুয়ারিয়া ইউনিয়ন পরিষদের সংরক্ষিত নারী সদস্য রিনা প্রধান, সাংগঠনিক সম্পাদক একদুয়ারিয়া ইউনিয়ন পরিষদ সদস্য সাইফুল ইসলাম রুবেল, তথ্য ও প্রচার সম্পাদক দৈনিক মানবকন্ঠের মনোহরদী প্রতিনিধি মো. ফারুক আহমেদ, সংরক্ষিত নারী সদস্য চালাকচর ইউপি সদস্য রোকিয়া আক্তার।
সাধারণ সদস্যরা হলেন, আতিকুর রহমান শেখ, শেখ শামসুল হক কাজল, মিজানুর রহমান, হেলেনা, সাবেক ইউপি সদস্য আনোয়ার হোসেন, কাঁচিকাটা ইউপি সদস্য আবু তাহের ও খিদিরপুর ইউপি সদস্য সোলাইমান, গোতাশিয়া ইউপি সদস্য মো. হিরন মিয়া।