বেলাব (নরসিংদী) প্রতিনিধি:
গতকাল বৃহস্পতিবার বিকালে নরসিংদীর রায়পুরা উপজেলায় সফরে গেছেন জাতীয় প্রেসক্লাবের সভাপতি সংরক্ষিত নারী এমপি ফরিদা ইয়াসমিন।
তিনি নরসিংদীর বেলাব উপজেলার ঢাকা-সিলেট মহাসড়ককের চিপাঘাট এলাকায় পৌছানোর পর তাকে ফুলেল শুভেচ্ছা জানান, মুক্তিযোদ্ধা ও বঙ্গবন্ধু চর্চা কেন্দ্রের প্রতিষ্ঠাতা চেয়রাম্যানের ও জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য ভাস্কর অলি মাহমুদ।
এই সময় উপস্থিত ছিলেন রায়পুরা উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ বেগম, বেলাব উপজেলা জাতীয় শ্রমিকলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সোহাগ মিয়া, আমলাব ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য আলতাফ হোসেন মেম্বার, নাট্যশিল্পী আলকাছ মিয়া, আমলাব ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আলম আহমেদ দিপুসহ উপজেলার কয়েক সহস্রাধিক নেতা-কর্মী।