
গফরগাঁওয়ের ফায়ার ফাইটার নুরুল হুদার পরিবারের খোঁজখবর নিতে বিএনপি নেতা মুশফিকুর রহমান বুধবার দুপুরে ধামাইল গ্রামের বাড়িতে যান। এসময় তিনি শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের সমবেদনা জানান।
বিএনপি নেতা মুশফিকুর রহমান বলেন, আমাদের জাতীয় বীর নুরুল হুদার আত্মার মাগফিরাত কামনা করছি এবং এই পরিবারের পাশে সব সময় থাকার প্রত্যয় ব্যক্ত করছি।
ছেলের দুর্ঘটনাজনিত মৃত্যুতে শোকাহত পিতা বিশিষ্ট চামড়া ব্যবসায়ী আবুল মুনসুর বলেন, আমার সন্তান এবং তার পরিবারের খোঁজখবর নিতে আসা বিএনপি নেতা মুশফিকুর রহমানের প্রতি কৃতজ্ঞতা জানাই।
আপনরা আমাদের জন্য দোয়া করবেন। পরে তিনি এলাকাবাসী নিয়ে নুরুল হুদার কবর জিয়ারত করে আত্মার মাগফিরাত কামনা করেন।
বিএনপি নেতা মুশফিকুর রহমানের সাথে উপস্থিত ছিলেন, পাগলা থানা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক আনসার উদ্দিন, বিএনপি নেতা নুরুজ্জামান নুর মিয়া, মোশাররফ হোসেন, পৌর বিএনপি নেতা সেলিম আহমেদ, শফিক আহমেদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক দিদারুল ইসলাম, পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আবদুল্লাহ আল বাপ্পী, পৌর শ্রমিক দল নেতা পারভেজ আহমেদ প্রমুখ।
উল্লেখ্য,গাজীপুরের টঙ্গীতে রাসায়নিকের গুদামের অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণ করতে গিয়ে আহত হয়ে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় গত ২৩ সেপ্টেম্বর নুরুল হুদা মারা যান।
গফরগাঁওয়ের সালটিয়া ইউনিয়নের ধামাইল গ্রামের বাড়িতে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
নুরুল হুদা টঙ্গীতে ফায়ার সার্ভিসে ফায়ার ফাইটার পদে কর্মরত ছিলেন। তিনি চাকরিতে যোগ দেন ২০০৭ সালের ২৯ মার্চ। তিনি মা, বাবা, অন্তঃসত্তা স্ত্রীসহ এক মেয়ে ও এক ছেলে রেখে গেছেন।