নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি:
ফিলিস্তিনে ইসরায়েলের হামলা ও গণহত্যার প্রতিবাদে মানববন্ধন করেছে সমাজ রূপান্তর সাংস্কৃতিক সংঘ। রবিবার (২৪ মার্চ) সকাল ১১ টায় নান্দাইল উপজেলা বঙ্গবন্ধু চত্বরে ঘন্টা ব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আ. হান্নান আল আজাদ।
মানববন্ধনে ফিলিস্তিনে ইসরায়েল কর্তৃক নারী শিশুসহ নিরীহ মানুষকে নির্মমভাবে গণহত্যা, পানি, বিদ্যুৎ, গ্যাস সংযোগ বন্ধ করে দেয়া সহ সকল অপকর্ম বন্ধে বিশ্ব সম্প্রদায়ের প্রতি আহবান জানান।
এসময় বক্তব্য রাখেন, সংগঠনের উপদেষ্টা নান্দাইল উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি সুলতান আহম্মদ, চন্ডীপাশা সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক শহিদুল্লাহ , সহ সভাপতি কলামিস্ট সাইদুর রহমান, সাধারণ সম্পাদক মো. আহসান কাদের মাহমুদ।
এছাড়াও মো. ওসমান ফারুক, মো. মনোয়ার হোসেন মাষ্টার, মোছা. তাওহিদা আক্তার, মো. মনিরুল ইসলাম রাকিব প্রমূখ উপস্থিত ছিলেন।
মিন্টু মিয়া
নান্দাইল,ময়মনসিংহ।
মোবাইল:০১৭৮৪৮০৩৪৫৬
তারিখ: ২৪/০৩/২০২৪।