হারুনূর রশিদ:
নরসিংদীতে পৃথক স্থানে ফিলিস্তিনে নৃশংস বর্বর হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে বিভিন্ন সংগঠন ও মসজিদের মুসল্লীরা।
শুক্রবার জুমার নামাজের পর নরসিংদী পৌরসভার সামনে থেকে শুরু হয়ে রেলস্টেশনে গিয়ে শেষ হয়। এসময় স্টেশনের প্রধান ফটকে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
অপরদিকে রায়পুরার মাহমুদাবাদ নীলকুঠি এলাকা, মাধবদী পৌর এলাকাসহ জেলার বিভিন্ন এলাকার মসজিদের মুসল্লিরা জুমার নামাজ শেষে বিক্ষোভ মিছিল বের করে বিভিন্ন সড়ক পদক্ষীণ শেষে পূনরায় ওই স্থানে মিলিত হয়ে সমাবেশ করে।
নরসিংদীতে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির ইসমাইল হোসেন নূরপুরী সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, বাংলাদেশ খেলাফত মজলিস নরসিংদী জেলা শাখার সভাপতি আবদুল নূর, সাধারণ সম্পাদক ইলিয়াস হোসেন শেরপুরী, হরযত মাওলানা মুকতি আজিজুল, খতিব মাওলানা মাসুম বিল্লাহ ও জেলার বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ অন্যাব্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।