ফুলপুর( ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের ফুলপুর উপজেলার বিভিন্ন ইউনিয়নের গ্রামীণ রাস্তায় অতিরিক্ত বালুসহ বিভিন্ন পণ্য বোঝাই ট্রাক অবাধে চলছে। অতিরিক্ত বালুভর্তি ট্রাক চলাচলে দ্রুত সময়ে রাস্তা ধ্বসে পড়ছে। ( ৪ ডিসেম্বর) বুধবার বিকালে ফুলপুর উপজেলার ভাইটকান্দি ইউনিয়নে অভিযান চালিয়ে বালু ভর্তি ট্রাক আটক ও জরিমানা করা হয়েছে। ফুলপুর উপজেলার সহকারী কমিশনার ভূমি মেহেদী হাসান ফারুক এ জরিমানা করেন। খোঁজ নিয়ে জানা যায়, উপজেলার বিভিন্ন ইউনিয়ন নতুন বরাদ্দকৃক রাস্তা নির্মানের পর যোগাযোগ ব্যবস্থা উন্নতি হলেও অতিরিক্ত মালমাল নিয়ে ট্রাক চলাচলের ফলে রাস্তার মারাত্মক ক্ষতি হচ্ছে। এতে সরকারের কোটি কোটি টাকা ক্ষতি হচ্ছে। অপরদিকে ঝুঁকির মুখে রয়েছে চলাচলকৃত সাধারণ মানুষ ও যানবহন সমুহ। বুধবার বিকালে উপজেলা সহকারী কমিশনার( ভূমি) মেহেদী হাসান ফারুক অতিরিক্ত বালু বহনের দায়ে বালু একটি ট্রাক আটক করেন। এ সময় সড়ক পরিবহন আইনে ঐ ট্রাককে ৫ (পাঁচ) হাজার টাকা জরিমানা করেন। উপজেলার ভাইটকান্দি ইউনিয়নের শুনুই থেকে বাহাদুরপুর রাস্তা দিয়ে চলাচল করা একটি নম্বর বিহীন ট্রাককে এ জরিমানা করা হয়।
স্থানীয়রা জানান, অতিরিক্ত বালু বহনকারী গাড়ির কারনে সম্প্রতি নতুন এ রাস্তার মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়। এছাড়া উন্মুক্ত অনেক গাড়ি দিয়ে অতিরিক্ত বালু নিয়ে চলাচলের ফলে সড়ক দুর্ঘটনার ঝুঁকির মুখে রয়েছেন পথচারী ও যানবাহন চালকরা।
ফুলপুর উপজেলা সহকারী কমিশনার ভূমি মেহেদী হাসান ফারুক বলেন, গ্রামীণ রাস্তা দিয়ে অতিরিক্ত মালমাল নিয়ে কোন যানবাহন চলাচল করলে আইননুসারে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। জনস্বার্থে নিয়মিত এ অভিযান চলবে।
মোস্তফা খান