ময়মনসিংহ জেলার স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক লুৎফুর নাহার ফুলপুর উপজেলার বিভিন্ন উন্নয়ন মূলক প্রকল্পের কাজ পরিদর্শন করেন।
(২৬ জুন) বৃহস্পতিবার দুপুরে পয়ারি ইউনিয়নসহ কয়েকটি ইউনিয়নের প্রকল্প পরিদর্শন করেন তিনি ।
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও) সাদিয়া ইসলাম সীমা ও স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন। জানা যায়, জুন মাসে অন্যান্য প্রকল্পের মাঝে ফুলপুরে ৫ টি ইউনিয়নে নতুন করে স্থানীয় সরকারে প্রায় ৫০ লক্ষ টাকার বরাদ্দ দেওয়া হয়েছে ।
পয়ারী, ছনধরা, ভাইটকান্দি, রহিমগঞ্জসহ ৫ টি ইউনিয়নে নতুন করে এ বরাদ্দ দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট সুত্রে জানা যায়, গ্রামীণ রাস্তা ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে চলমান এ কাজের সরেজমিনে পরিদর্শন করেন তিনি।
এ সময় এসব কাজের শতভাগ সততা নিশ্চিত করতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনওকে দিকনির্দেশনা দেন।
জানা যায়, স্থানীয় সরকারের সহায়তায়,রুপসী ও রামভদ্রপুর ইউনিয়নে নতুন করে দুটো ইউপি ভবন করার জন্য নতুন করে বরাদ্দ এ মন্ত্রনালয়ে পাঠানো হয়েছে। ফুলপুর উপজেলা ১০ টি ইউনিয়নে টিআর, কাবিখা ও এডিবির কাজের প্রকল্প অনেক উন্নতি হয়েছে।
জানা যায়, দীর্ঘ ১০ বছর পর ফুলপুরে এই প্রথম এ ধরনের প্রকল্প প্রায় শতভাগ নিশ্চিত করা হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ইউএনও কে ধন্যবাদ জানিয়েছেন গ্রামীণ জনপদের লোকজন।
স্বাধীনতার ৫৩ বছর পরেও রুপসী ইউনিয়ন পরিষদের ভবন নির্মাণ না হওয়া জনদুর্ভোগে পড়েন সেবাপ্রাপ্তিরা।
ভূমি জটিলতায় ভবন না হওয়া কালের কণ্ঠসহ বিভিন্ন পত্রিকায় সংবাদ প্রকাশিত হলে রুপসী ইউনিয়নের প্রশাসক কামরুল হাসান কামু বিষয়টি উর্ধ্বতন কর্মকতাকে জানান। ইউএনও সাদিয়া ইসলাম সীমা ভবনটির জন্য দ্রুত সময়ে কাজ করার চেষ্টা করেন।
জানা যায়, রাজনৈতিক জটিলতায় গত ১০ বছরে স্থানীয় সরকার বিভাগের প্রকল্পে ব্যপক দুর্নীতি ও অনিয়মের অভিযোগ রয়েছে।
এই প্রথম ২০২৪-২৫ অর্থ বছরের এমন শতভাগ কাজ সম্পন্ন করা হলো। ফুলপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আশীষ কর্মকার বলেন,ইউপি প্রশাসক ও স্থানীয় জনপ্রতিনিধিদের আন্তরিকতায় শতভাগ কাজ সম্পন্ন করার চেষ্টা চলছে।
ফুলপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও সাদিয়া ইসলাম সীমা বলেন, প্রতিটি ইউনিয়নের কাজ সরেজমিনে পরিদর্শন করা হবে। প্রকল্প বিষয়ে কোন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠলে কঠোর পদক্ষেপ নেওয়া হবে।