ময়মনসিংহের ফুলপুর উপজেলায় কৃষকেরা স্বপ্ন দেখছেন পার্টনার ফিল্ড স্কুল নিয়ে। এ প্রতিষ্ঠানের শিক্ষায় পাল্টে যাবে তাঁদের অর্জিত স্বপ্ন। জানা যায়, নতুন বছরে শুরু হওয়া ফুলপুর উপজেলায় ১৫ টি স্কুলে প্রতিদিন চলছে ব্যবহারিক ক্লাশ ।
কৃষকের মাঠের পাশেই গড়ে ওঠা পার্টনার ফিল্ড স্কুলে প্রায় ৪০০ জন কৃষক-কৃষাণী রয়েছে। ফুলপুর উপজেলার কৃষকের মাঝে আশার আলো ছড়াচ্ছে পার্টনার ফিল্ড স্কুল।
ফুলপুর কৃষি অফিস সুত্রে জানা যায়, পার্টনার প্রোগ্রামের মাধ্যমে পৌরসভাসহ এ বছর ১৫টি স্কুল পরিচালিত হচ্ছে উপজেলার বিভিন্ন ইউনিয়নে। জানা যায়, এ প্রতিষ্ঠানে আদর্শ বীজতলা থেকে শুরু করে ধান মাড়ানো ও উন্নত বীজ সংরক্ষণ
পদ্ধতি,আধুনিক সেচ পদ্ধতি, উপকারী ও অপকারী পোকা ও রোগবালাই ব্যবস্থাপনা হাতে কলমে শিক্ষা দেওয়া হচ্ছে।
এতে কৃষকের আগ্রহ বাড়ছে। নতুন নতুন উদ্যোক্তা তৈরী হচ্ছে
এ শিক্ষার পর। জানা যায়, ৩০ শতাংশ কৃষাণীরাও প্রতিদিন এ ক্লাশে উপস্থিত হয়ে গুরুত্বসহকারে কৃষি বিষয়ে পরামর্শ নিয়ে নিজ বাড়ির আঙিনা ও মাঠে কাজ করছেন।
সংশ্লিষ্ট সুত্রে জানা যায়,বাস্তবধর্মী এ শিক্ষার সুনাম বিভিন্ন উপজেলায় ছড়িয়ে পড়ছে। গতকাল বৃহস্পতিবার বিকালে ফুলপুরে পার্টনার ফিল্ড স্কুল পরিদর্শন করেন (পার্টনার) ময়মনসিংহ অঞ্চলের সিনিয়র মনিটরিং অফিসার সালাহ উদ্দিন কায়সার।
এ সময় চরপাড়া গ্রামের ব্লক পরিদর্শনের সময় কৃষক-কৃষাণীদের সাথে কৃষিবিষয়ক বিভিন্ন পরামর্শ দেন। স্কুলের পরিবেশ দেখে তিনি আরো নতুন পরিকল্পনার কথা জানান। শতশত কৃষক তাঁর পরামর্শের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।
স্কুল শেষে মাঠের পাশে স্থাপিত প্রদর্শনী ও কৃষকের শিখন প্লট পরিদর্শন করেন। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি অফিসার ফারুক আহাম্মেদ, কৃষিস্প্রসারণ কর্মকর্তা কামরুল হাসান কামু, চরপাড়া গ্রামের পার্টনার ফিল্ড স্কুলের সভাপতি লুৎফর রহমান, সাধারণ সম্পাদক পলাশ, কোষাধ্যক্ষ ওয়াজেদুল ইসলাম প্রমুখ।