ময়মনসিংহের ফুলপুরে প্রোগ্রাম অন এগ্রিকালচার এন্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশীপ এন্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) কর্মসূচির আওতায় কৃষক পার্টনার কংগ্রেস সভা অনুষ্ঠিত হয়েছে।
(২৩ জুন) সোমবার দুপুররে উপজেলা পরিষদ হলরুমে হল রুমে এ সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাদিয়া ইসলাম সীমা, ময়মনসিংহ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত আঞ্চলিক পরিচালক ড. সালমা লাইজু, ময়মনসিংহ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের খামার বাড়ী প্রকল্পের উপ-পরিচালক ড. নাসরিন আক্তার বানু, ফুলপুর উপজেলা কৃষি কর্মকর্তা ফারুক আহাম্মেদ, উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব সিদ্দিকুর রহমান, উপজেলা সমবায় কর্মকর্তা হারুন অর রশিদ প্রমুখ।
এছাড়াও অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন ইউনিয়নের কৃষকগণসহ স্থানীয় সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে ডায়াবেটিস প্রতিরোধক ধান চাষ ও সমবায় সমিতি সম্পর্কে কৃষকদের উৎসাহ প্রদান করা হয়। অনুষ্ঠান শেষে উপস্থিত কৃষকদের মাঝে কুইজ প্রতিযোগিতার আয়োজন হয় এবং পুরস্কার বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত অতিথিরা বলেন, বর্তমানে প্রায় ২০ -৩০ হাজার কোটি টাকার জৈব সার বিদেশ থেকে আমদানি করতে হয়। আমাদের নিজস্ব পদ্ধতি ব্যবহার করে যদি এ সার তৈরি করা হলে ১০-১৫ হাজার কোটি টাকা বেঁচে যাবে।উক্ত টাকা দিয়ে কৃষকদের জন্য আরো একটি গুরুত্বপূর্ণ প্রকল্পের ব্যবস্থা করতে পারবে সরকার।