ময়মনসিংহের ফুলপুর উপজেলায় ৫৩ লক্ষ টাকার ব্যয়ে পাবলিক লাইব্রেরী উদ্ভোধন করা হয়েছে। আজ (১৯ জুন) বৃহস্পতিবার দুপুর ২টায় পাবলিক লাইব্রেরি ভবনটি উদ্ভোধন করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূইয়া।
সভাপতি হিসাবে দায়িত্ব পালন করেন স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ের সচিব ফুলপুরের কৃতি সন্তান রেজাউল মাকছুদ জাহেদী।
দীর্ঘদিন ধরে ফুলপুরের বই প্রেমীদের দাবির প্রেক্ষিতে এ পাবলিক লাইব্রেরি স্থানীয় সরকার ,পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ের আওতায় ফুলপুর উপজেলা ইউএনও সাদিয়া ইসলাম সীমার আন্তরিকতায় এ সুযোগ পেলেন সাহিত্য প্রেমীরা।
সংশ্লিষ্ট সুত্রে জানা যায়, ফুলপুর ময়মনসিংহ সহ সারাদেশে ১১টি জেলায় ৪৪টি গ্রন্থাগার এর ভিত্তিপ্রস্তর করা হয়েছে।
ফুলপুর উপজেলায় লাইব্রেরী উদ্ভোধন করার সময় , শিক্ষাবিদ, সমাজসেবক, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও ছাত্র-ছাত্রী, সাংবাদিকগণসহ বিভিন্ন অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।
এ সময় অতিথিরা বলেন, ফুলপুরে এ লাইব্রেরী চালুর ফলে স্থানীয়রা আরও বই প্রেমী হয়ে উঠবে। উপজেলা সাহিত্য ও সংস্কৃতিসেবীদের মাঝে আনন্দ উৎসাহ যোগাবে এ লাইব্রেরী।
একটি জাতির মেধা, মনন, প্রকৃত ইতিহাস, ঐতিহ্য ও কৃষ্টি সংস্কৃতির ধারণ ও লালনপালনকারী হিসাবে এ লাইব্রেরির গুরত্ব অনেক। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার ভূমি মেহেদী হাসান ফারুকসহ উপজেলা প্রশাসনের কর্মকতার্গণ।
এ বিষয়ে জানতে চাইলে ইউএনও সাদিয়া ইসলাম সীমা বলেন, ফুলপুরের যোগদানের পর থেকেই সংশ্লিষ্ট মন্ত্রনালয়ে এ লাইব্রেরির স্থাপনের জন্য চেষ্টা করছি। এ লাইব্রেরি বর্তমান সমাজের জন্য গুরুত্ব অনেক। সবাই যেন বই পড়ে জাতির সামনে সঠিক ইতিহাস তুলে ধরতে পারে সেই প্রত্যাশা।