ময়মনসিংহের ফুলপুরে বাজার নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।
( ২৮ নভেম্বর) বৃহস্পতিবার বিকেলে আমুয়াকান্দা, ফুলপুর বাসস্ট্যান্ডসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের বাজারে নিয়ন্ত্রণহীন বাজারকে সঠিকভাবে পরিচালনা করতে অভিযান চালিয়ে ৫ ব্যবসায়ি প্রতিষ্ঠানকে মামলা ও জরিমানা করা হয়।
ফুলপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং ভ্রাম্যমাণ আদালতের বিচারক সাদিয়া ইসলাম সীমা এবং সহকারী কমিশননার (ভূমি) মেহেদী হাসান ফারুক এ অভিযান পরিচালনা করেন।
জানা যায়, নিয়মনীতি না মেনে ইচ্ছেমত ভোগ্যপণ্যের দাম বাড়ানো ও ধার্যকৃত মূল্যের অধিক মূল্যে পণ্য বিক্রয় করা, সয়াবিন তেলের মজুত রেখে কৃত্রিম সংকট তৈরি করা, মেয়াদ উত্তীর্ণ পণ্য রাখা এবং পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার নিশ্চিতকরণের বিষয়ে অনেক ব্যবসায়ীরা এ নিয়মনীতি মেনে চলছে না।
কয়েকদিন যাবৎ ব্যবসায়ীরা কারসাজি করে ভোগ্যপণ্যের দাম বাড়ানোর ফলে সাধারণ মানুষের মাঝে হতাশা বিরাজ করছে।
ফুলপুর পৌরসভাসহ ইউনিয়ন পর্যায়েও চলছে এ ধরনের দাম বাড়ানোর কারসাজি। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তুলে ধরছেন সাধারণ মানুষেরা।
বিষয়টি জানার পর ফুলপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সরেজমিনে উপস্থিত হয়ে বাজারে বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন প্রতিষ্ঠানকে মামলাসহ ভোক্তা অধিকার সংরক্ষণ আইন এবং পণ্যে পাটজাত মোড়কে বাধ্যতামূলক ব্যবহার আইনে পাঁচটি মামলায় ১২ হাজার টাকা জরিমানা আদায় করেন।
এ বিষয়ে ফুলপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাদিয়া ইসলাম সীমা বলেন, নিত্য প্রয়োজনীয় দ্রব্যর মূল্য সহনীয় পর্যায়ে না আসা পর্যন্ত জনস্বার্থে নিয়মিত বাজার মনিটরিং কার্যক্রম জোরদার করা হবে।