ময়মনসিংহের ফুলপুরে ঢাকাগামী শ্যামলী বাংলা ও হালুয়াঘাট গামী মাহিন্দ্র গাড়ীর মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে ৫ জন ও হাসপাতালে ২ জন নিহত হয়েছে।
আজ শুক্রবার রাত ৯ টার সময় ময়মনসিংহ – হালুয়াঘাট আঞ্চলিক সড়কের কাজিয়াকান্দা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন জহুর আলী (৬০) তাসলিমা (৫৫) ফরিদসহ (৩৫) অজ্ঞাত আরো ৪ জন। নিহতরা সবাই মাহিন্দ্র গাড়ীর যাত্রী ছিলেন।
স্থানীয়রা জানান, বেপরোয়া বাসটি মাহিন্দ্রকে চাপ দিলে ঘটনাস্থলে ৫ জন ও ফুলপুর হাসপাতালে ১ জন ও ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ১ জন মারা যায়। ঘটনার খবর পেয়ে ফুলপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও সাদিয়া ইসলাম সীমা, ফুলপুর সার্কেলের এএসপি মাকসুদুর রহমান, ওসি আব্দুল হাদি ও ফায়ার সার্ভিসের কর্মকর্তারা ছুটে যান।
এ সময় ঢাকা – হালুয়াঘাটের সড়কের রাস্তা বিক্ষুদ্ধ জনতা বন্ধ করে রাখেন। এ সময় মাহিন্দ্র কে চাপ দেওয়া বাসটিতে আগুন লাগিয়ে দেওয়া হয়।
ফুলপুর থানার ওসি মো. আব্দুল হাদি বলেন, ৪ টি লাশের পরিচয় এখনো পাওয়া যায় নি। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। দায়িদের বিরুদ্ধ কঠোর পদক্ষেপ নেওয়া হবে।