ময়মনসিংহ ফুলপুর উপজেলায় বিদ্যুতের তারে জড়িয়ে পড়ে এক স্কুল শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার সকালে পৌরসভার দিউ এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শিশু ৫ম শ্রেনীর ছাত্র ছিলেন। সে চরপাড়া গ্রামের রফিকুল ইসলামের ছেলে রাতুল ইসলাম (১০)।
জানা যায়, ফুলপুর সরকারি ডিগ্রি কলেজের পূর্বদিকে গ্রামীণ
টাওয়ার সংলগ্ন বিদ্যুতের খুঁটির উপরে উঠে পাখি ধরতে যায় রাতুল। এ সময় বিদ্যুতের তারে জড়িয়ে পড়লে খুঁটির সাথে ধাক্কা খেয়ে ডান হাত বিচ্ছিন্ন হয়ে মাটিতে পড়ে যায় সে।
স্থানীয়রা এ মর্মান্তিক ঘটনা ফুলপুর ফায়ার সার্ভিস ও থানা পুলিশকে জানালে রাতুলের মরদেহ উদ্ধার করা হয়। এ সময় অপর প্রান্ত থেকে তার বিচ্ছিন্ন হাতটিও উদ্ধার করা হয় ।
জানা যায়, শিশু রাতুল দিউ গ্রামে নানার বাড়িতে থেকে লেথাপড়া করতেন।পাখি ধরা তার বিরাট শখ ছিল। অবশেষে পাখি শিকার করতে গিয়ে প্রাণ গেল এ অবুঝ শিশুর।
ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান বলেন, এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে। পরিবারের সাথে কথা বলে আইননুসারে লাশ হস্তান্তরের ব্যবস্থা করা হয়েছে।