ময়মনসিংহের ফুলপুরে শব্দদূষণ নিয়ন্ত্রণের জন্য ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা প্রশাসন।
(২ জানুয়ারি বৃহস্পতিবার) বিকালে ফুলপুর উপজেলায় বাসস্ট্যান্ড এলাকায় তারুণ্যের উৎসব উদযাপনের অংশ হিসেবে জনসচেতনতামূলক কার্যক্রম হিসেবে যানবাহন কর্তৃক শব্দদূষণ নিয়ন্ত্রণে এ অভিযান পরিচালনা করা হয়।
এ সময় মাত্রাতিরিক্ত শব্দদূষণের দায়ে সড়ক পরিবহন আইন ২০১৮ এ ৫টি পরিবহনকে মোট সাত হাজার টাকা জরিমানা করা হয়।
তাছাড়া বাংলাদেশ সড়ক পরিবহন আইন ২০১৮ কর্তৃক নির্ধারিত বিধিসমূহ মেনে চলার নির্দেশনা দেয়া হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী বিচারক সাদিয়া ইসলাম সীমা, সহকারী কমিশনার (ভূমি) মেহেদী হাসান ফরুক।
এসময় সহযোগিতা করেন ফুলপুর থানা পুলিশ এবং বৈষম্যবিরোধী ছাত্র প্রতিনিধিবৃন্দ।
এ বিষয়ে ফুলপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও) সাদিয়া ইসলাম সীমা বলেন, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। তাছাড়া সড়কপথে যাতায়াতের জন্য সড়কের নিরাপত্তার বিষয়টিও জোরদার করা হচ্ছে। আইনশৃঙ্খলা বাহিনী ইতিমধ্যে সড়কপথে টহল দিচ্ছে।