ময়মনসিংহের ফুলপুরে মোটরসাইকেল ও হ্যান্ড ট্রলির মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল চালক সুলতান মিয়া (৫০) নিহত হয়েছে। আজ বুধবার দুপুরে ফুলপুর-বালিয়া আঞ্চলিক সড়কের দিউ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তি উপজেলার রুপসী ইউনিয়নের পাগলা গ্রামের আবু তালেবের সন্তান ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক বাদশা আলমগীরের বড়ভাই।
স্থানীয় সুত্রে জানা যায়, নিহত সুলতান মিয়া মোটরসাইকেলে ফুলপুর আসার পথে পৌরশহরের দিউ সিকদার বাড়ি সংলগ্ন এলাকায় বিপরীতগামী একটি হ্যান্ড ট্রলীর সাথে তাঁর মোটরসাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষ হলে তিনি গুরতর আহত হন।
এ সময় স্থানীয়দের সহায়তায় ফুলপুর উপজেলা হাসপাতালে নিয়ে আসা হলে দায়িত্বরত চিকিৎসকরা মোটরসাইকেল চালক সুলতান কে মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ফুলপুর থানার ওসি মো. আব্দুল হাদি বলেন, দুর্ঘটনা কবলিত মোটরসাইকেল ও ট্রলি উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে মামলার, প্রস্তুতি চলছে। স্বজনদের দাবির প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ হস্তান্তর করার চেষ্টা চলছে।