ফুলপুর (ময়মনসিংহ) প্রতিনিধি: দীর্ঘ ২৫ বছর পর
ময়মনসিংহের ফুলপুরে (১০ জুলাই) শুক্রবার বিকালে ফুলপুর উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামের বিশাল কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ভাইটকান্দি, সিংহেশ্বর, ছনধরা ও রামভদ্রপুর ইউনিয়নের নেতাকর্মীদের নিয়ে উপজেলার ভাইটকান্দি বাজারে এ সম্মেলনের আয়োজন করা হয়েছে।
জানা যায়, সম্মেলন উপলক্ষে বিভিন্ন ইউনিয়ন ও উপজেলা পর্যায়ের হাজার হাজার নেতাকর্মী ফুরফুরে মেজাজে উপস্থিত হতে থাকেন।এ সময় জামায়াত-শিবির নেতাকর্মীরা বিশাল মিছিল নিয়ে স্লোগানে স্লোগানে মুখরিত করে সম্মেলনের স্থান। সংশ্লিষ্ট সুত্রে জানা যায়, কয়েকটি ইউনিয়নের উদ্যোগে নেতাকর্মীদের নিয়ে সহযোগী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে ।
জামায়াতের দলের সুত্রে জানা যায়, আওয়ামীলীগের পতনের পর জামায়াতে ইসলাম, ছাত্র শিবির সহ সকল সদস্যরা দল গোছানোর পাশাপাশি বিভিন্ন মানবিক কাজে অংশ গ্রহন করেন।তাঁদের কার্যক্রম দেখে নতুন প্রজন্মের অনেক যুবসমাজ জামায়াতের দিকে অগ্রসর হচ্ছে। জামায়াতের দাবি তাঁদের প্রায় ২০ হাজার সমর্তক রয়েছে। বর্তমানে ২০ জন রোকন কাজ করছে। যা আগে মাত্র ৫ জন রোকন ছিল। তাছাড়া জামায়াতে কমিটিতে বর্তমানে শতাধিক নেতা রয়েছে। দিন দিন জামায়াত শিবিরের নেতাকর্মী অনেক বাড়ছে। সম্মেলনে ভাইটকান্দি ইউনিয়নের জামায়াতে ইসলামি সভাপতি মাওলানা শাহজাহান সভাপতি হিসাবে দায়িত্ব পালন করেন। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ময়মনসিংহ জেলা জামায়াতে ইসলামের আমীর মাওলানা আব্দুল করিম। এছাড়াও উপস্থিত ছিলেন, ময়মনসিংহ জেলা জামায়াতে ইসলামের সাধারণ সম্পাদক মাওলানা মোজাম্মেল হক, আকন্দ, ময়মনসিংহ জেলা জামায়াতের কর্ম পরিষদের সদস্য ডাক্তার শাহাদাত হোসেন, ময়মনসিংহ মহানগর জামায়াতের এসিস্টেন্ট সেক্রেটারি আনোয়ার হোসেন , ফুলপুর উপজেলা শাখার জামায়াতের আমীর সহকারী অধ্যাপক গোলাম কিবরিয়া, পৌরসভা জামায়াতের সেক্রেটারি সিরাজুল ইসলাম প্রমুখ। এছাড়া উপস্থিত ছিলেন ছনধরা ইউনিয়নের জামায়াতের সভাপতি মোফাচ্ছেল মোকতাদির (সাজ্জাদ), পয়ারী ইউনিয়ন জামায়াতের সভাপতি মুরাদ হোসেন মাস্টার সহ জামায়াতি ইসলামির নেতৃবৃন্দ।
অনুষ্ঠান পরিচালনা করেন ,ভাইটকান্দি ইউনিয়নের সেক্রেটারি তোফায়েল আহমেদ। এ বিষয়ে জানতে চাইলে
ফুলপুর উপজেলা জামায়েতের আমীর সহকারী অধ্যাপক গোলাম কিবরিয়া বলেন,কোন সরকারের আমলে জামায়াতের সদস্যরা রাজনৈতিক কোন মিছিল মিটিং সঠিকভাবে করতে পারেনাই।বর্তমান সরকার নিরপেক্ষ থাকার কারণে দীর্ঘ ২৫ বছর পর আমরা সুন্দরভাবে সম্মেলন করতে পারছি। জামায়াত শিবিরের সদস্যরা ফুলপুরে সুন্দর ও আদর্শ রাজনীতি করার জন্য লড়াই করে যাচ্ছে। বর্তমানে আমাদের হাজার হাজার কর্মী ও সমর্থক রয়েছে।