ময়মনসিংহের ফুলপুর উপজেলা বিএনপির নতুন আহবায়ক কমিটির পরিচিত সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল দুপুরে ফুলপুর মহিলা ডিগ্রি কলেজ মাঠে এ সভা অনুষ্ঠিত হলো।
সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সভাপতি আলহাজ্ব সিদ্দিকুর রহমান।
সঞ্চালনায় ছিলেন ফুলপুর উপজেলা সদস্য সচিব হেলান উদ্দিন হেলু পৌর বিএনপির সদস্য সচিব মাহবুব রহমান মোস্তফা।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক এডভোকেট ওয়ারেস আলী মামুন।
প্রধান বক্তা সহসাংগঠনিক সম্পাদক বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু ওয়াহাব আকন্দ, অতিথি ছিলেন, ময়মনসিংহ উত্তর জেলা আহ্বায়ক একেএম এনায়েত উল্লাহ কালাম, উত্তর জেলা বিএনপির একমাত্র যুগ্ম- আহবায়ক মোতাহার হোসেন তালুকদার।
বক্তব্য রাখেন, ফুলপুর পৌরসভার সাবেক মেয়র আমিনুল হক, যুগ্ম- আহবায়ক এমদাদ হোসেন খান, ফুলপুর পৌর বিএনপির যুগ্ম আহবায়ক রাকিবুল ইসলাম সোহেল, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক মোজাম্মেল হক রুবেল, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক এনামুল হক বাবুল, ওয়াজেদুল ইসলাম, আমিনুল ইসলাম লিটন, তুখোড় ছাত্রনেতা ও ময়মনসিংহ জেলা উত্তর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মহিবুল হক টুটুল প্রমুখ।
এ সময় প্রধান অতিথি এডভোকেট ওয়ারেজ আলী মামুন বলেন, দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্ব বিএনপি দেশের সবচেয়ে বড় দল। তৃণমূল নেতারাও মাঠে উজ্জীবিত। বর্তমান সরকারের কাছে আমরা একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন করার দাবি জানাচ্ছি। রাষ্ট্রের যে কোন সিদ্ধান্ত নেওয়া বিষয়ে নির্বাচিত সরকারের বিকল্প নেই।
মোতাহার হোসেন তালুকদার বলেন, ফুলপুর -তারাকান্দা মানুষের জন্য সারা জীবন কাজ করছি।বর্তমানে বিএনপি ঐক্যবদ্ধ আছে। ইনশাআল্লাহ সবাই নির্বাচনের জন্য প্রস্তুতি নেন। অসহায় মানুষের পাশে থাকেন।
এ সময় বিএনপির কেন্দীয় নেতাদের নির্দেশে সভায়,অসহায় মানুষের হাতে নতুন পোশাক ও গরু ছাগল উপহার দেওয়া হয়।