ময়মনসিংহের ফুলপুর পৌরসভার বাজেট ঘোষণা করা হয়েছে। গতকাল বিকালে ২০২৪-২০২৫ অর্থ বছরের জন্য ৫৮ কোটি ৭২ লক্ষ ৩০ হাজার ৬৭২ টাকা বার্ষিক বাজেট ঘোষণা করা হয়।
পৌরসভা অডিটোরিয়ামে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ বাজেট ঘোষণা করেন পৌরসভার মেয়র মি. শশধর সেন।
বাজেট ঘোষণার পর পৌরসভার জলাবদ্ধতা, বাসস্ট্যান্ডে চাঁদাবাজি ও নানান বিষয়ে কথা বলেন উপজেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা।
এ সময় প্রতিটি সমস্যা বিশেষ করে জলাবদ্ধতা দূর করতে বিভিন্ন প্রকল্প নেওয়ার কথা জানানা মেয়র শশধর সেন।
তিনি বলেন, রাজনৈতিক জীবেন অত্যাচার-নির্যাতনের স্বীকার হয়েছি। নৌকা প্রতিক নিয়ে মেয়র হযেছি। জীবনেও কোন দুর্নীতি ও অনিয়মের সাথে জড়িত ছিলাম না। আমি প্রধানমন্ত্রীর সহযোগিতা চাই।
বাজেট ঘোষণার সময় উপস্থিত ছিলেন প্যানেল মেয়র-২ মোঃ সালেহ আহাম্মদ পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. মাহমুদুল ইসলাম, নির্বাহী কর্মকর্তা আব্দুল মোতালেব, হিসাব রক্ষণ কর্মকর্তা মো.রায়হান কায়সার, প্রশাসনিক কর্মকর্তা মো. গোলাম মোস্তফা, কাউন্সিলর মোশাররফ হোসেন, সিনিয়র সাংবাদিক নুরুল আমিন, নাজিম উদ্দীন, উপজেলা বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সভাপতি ও সিনিয়র সাংবাদিক রফিকুল ইসলাম, সিটিজেন সাংবাদিক বিল্লাল হোসাইন, স্থানীয় মুক্তিযুদ্ধের গবেষক এটিএম রবিউল করিম, মোস্তফা খান, আব্দুল মান্নান, মোখছেদুল ইসলাম দুলাল, আবু রায়হান, প্রমুখ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ৩ বছর ৬ মাস মেয়রের দায়িত্ব পালনকালে এই প্রথম বাজেট ঘোষণার সময় সাংবাদিক সম্মেলনের আয়োজন করেন তিনি।