ফুলপুর (ময়মনসিংহ) প্রতিনিধি:
ময়মনসিংহের ফুলপুর উপজেলার বেদে পল্লীতে চলছে ঈদের আনন্দ। ডিএমপি কমিশনার হাবিবুর রহমানের মাধ্যমে উত্তরণ ফাউন্ডেশন ৩০ জন পরিবারের মাঝে এ ঈদ-উপহার বিতরণ করেন।
আজ বুধবার বিকালে ফুলপুর সরকারি ডিগ্রি কলেজ সংলগ্ন খরিয়া নদীর পাশে বেদে পল্লীতে সুবিধাবঞ্চিত এসব অসহায় পরিবারের মাঝে হঠাৎ করেই তাদের মাঝে প্রয়োজনীয় ঈদ-উপহার সুন্দর পরিবেশে বিতরণ করা হয়।
এসব উপহারের মাঝে প্রতিটি পরিবারকে দেওয়া হয়েছে এক কেজি করে পোলাও চাল,সয়াবিন তেল ১ লিটার, চিনি ১ কেজি, মুরগী ২ কেজি,দুধ এক প্যাকেট, সেমাই ২ প্যাকেট, নারকেল তেলের বোতল, মেহেদী ২ প্যাকেট, ও গোসলের সাবান ১টি।
ঈদের আগের দিন এমন উপহার পেয়ে খুশিতে মেতে ওঠে এসব অসহায় পরিবারের সদস্যরা।
জানা যায়,সম্প্রতি ফুলপুর থানার ওসি মাহবুবুর রহমান ও পুলিশের উপ-পরিদর্শক মেহেদী হাসান সুমন নদীর পাশে বসবাসরত বেদে পল্লীর লোকজনের সাথে কথা বলে তাদের খোঁজ-খবর নেন।
এসময় তাদের অসহায়ের কথা শুনে ঈদের উপহার ও তাদের কঠোর নিরাপত্তার বিষয়ে কথা বলেন। বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে ঈদের উপহার বিতরণ সহ তাদের বিষয়ে বিভিন্ন পদক্ষেপের কথা বলেন ফুলপুর থানা পুলিশ।
বুধবার বিকালে পুলিশের গাড়ী দেখেই বেদে সাজেদা বেগম বলেন, নিশ্চই এ উপহার আমাদের হাবিব স্যার দিয়েছেন। জানতে চাইলে এ প্রতিবেদককে বলেন, আমরা ২৫ বছর যাবৎ দেশের বিভিন্ন জেলা-উপজেলায় বসবাস করি। মহামারী করোনার সময় হাবিব স্যারের সহায়তা না পেলে অনেক কষ্ট হতো আমগোর।
বেদে মাহিমা আক্তার বলেন, হাবিব স্যার যেদিন থেকে আমাদের পাশে দাঁড়ালেন সেদিন থেকে আমগোর আর চিন্তা করিনা । হাবিব স্যার সবসময় খোঁঁজ-খবর রাখেন।
সাইফুল ইসলাম বাগা সরদার বলেন, হাবিব স্যারের জন্য শুধু দেশে না বিদেশেও সুনাম হয়েছে আমগোর মতো বেদে মানুষের। অনেকদিন পর ঈদের আনন্দ পেলেন নদীর পাশে বসবাসরত আমার লোকজন। তাঁর দাবি একদিন হাবিব স্যারের মাধ্যমেই আমাদের সন্তানেরা পড়া-লেহ্যা করবে।
উপহার বিতরণকালে প্রধান অতিথি ছিলেন, সহকারী সুপার ফুলপুর সার্কেল আজাহারুল ইসলাম তালুকদার , বিশেষ অতিথি ছিলেন ফুলপুর থানার ওসি মাহবুবুর রহমান, উপ-পরিদর্শক মেহেদী হাসান সুমন,উপ-পরিদর্শক বিল্লাল হোসেন, উপ-পরিদর্শক সবুজ ও ফুলপুরের গণমাধ্যমকর্মীগণ।