ফুলবাড়িয়া(ময়মনসিংহ)প্রতিনিধি: ময়মনসিংহের ফুলবাড়ীয়া থানায় নবাগত ওসি মো. শাহিনুজ্জামান খান শাহিনের সঙ্গে উপজেলা প্রেস ক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার রাত ৮.৩০ টায় থানা মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
এ সময় সংক্ষিপ্ত বক্তব্যে নবাগত ওসি মো. শাহিনুজ্জামান খান শাহিন বলেন বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ। পুলিশ ও সাংবাদিক কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবো। মাদক, জুয়া, নারী নির্যাতন বন্ধে সকল প্রদক্ষেপ গ্রহন করবো তিনি আরও জানান, ফুলবাড়ীয়া মানুষের শান্তি- শৃঙ্খলা রক্ষায় আমি আমার ঊর্ধতনদের পরামর্শ ও দিকনির্দেশনায় কাজ করে যাব।
শনিবার রাতে ময়মনসিংহ জেলার ফুলবাড়ীয়া থানায় নবাগত অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে যোগদান করেছেন মোঃ শাহীনুজ্জামান খান। জানা যায়, পূর্বে তিনি ময়মনসিংহের পাগলা থানায় অফিসার ইনচার্জ (ওসি) ও ডিবি ওসি হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। বিনয়ী ও দায়িত্বশীল অফিসার মোঃ শহীদুজ্জামান খান পাবনা জেলার সুজানগরে জন্ম গ্রহন করেন। ছাত্র জীবনে মেধাবী, কৃতি এই শিক্ষার্থী পড়াশোনা শেষ করে দেশ সেবায় অংশগ্রহন করার জন্য ২০০৩ সালে বাংলাদেশ পুলিশ বাহিনীতে যোগদান করেন।