বগুড়া প্রতিনিধি:
বগুড়া সদরের নামুজায় আব্দুর রাজ্জাক নামের এক গরু ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। গত বুধবার রাত ৯টার দিকে সদরের নামুজা ইউনিয়নের শাহ্পাড়া এলাকায় তিনি হত্যার শিকার হন।
নিহত আব্দুর রাজ্জাক শাহপাড়া গ্রামের মৃত নছির উদ্দিনের ছেলে। তিনি স্থানীয় হাটগুলোতে গরু কেনা-বেচা করতেন।
নামুজা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব রফিকুল ইসলাম রফিক রাজ্জাক হত্যাকাণ্ডের খবর নিশ্চিত করেছেন।
নামুজা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রফিকুল ইসলাম রফিক আরো জানান, প্রাথমিকভাবে জানতে পেরেছি, আব্দুর রাজ্জাক স্থানীয় চৌমুহনী বাজারে গিয়েছিলেন। তবে তিনি গরু নিয়ে হাটে গিয়েছিলেন কিনা সেটা নিশ্চিত হওয়া যায়নি। রাতে তিনি মোটরসাইকেল নিয়ে বাড়ির উদ্দেশে রওনা হন। রাত ৯টার দিকে বাড়ি থেকে ১০০ মিটার দূরে শাহ্পাড়া এলাকায় পৌঁছার পর দুর্বৃত্তরা তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে।
নিহতের ছেলে আতিকুল ইসলাম শুভ বলেন, ‘সন্ধ্যায় আমার বাবা নামুজা চৌমুহনী হাটে গরু বিক্রি করতে যান। গরু বিক্রি শেষে সেখানেই স্থানীয় একটি মসজিদে এশার নামাজ আদায় করে আড়াই লাখ টাকা নিয়ে বাড়িতে ফিরছিলেন। বাড়ি থেকে সামান্য দূরত্বে দুর্বৃত্তরা তাকে কুপিয়ে হত্যা করে টাকা ছিনিয়ে নিয়ে চলে যায়।
সংবাদ পেয়ে বগুড়া সদর থানার উপ পরিদর্শক (এসআই) নূর জাহিদ সরকার সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন।