বগুড়া প্রতিনিধি:
বগুড়া সরকারি আজিজুল হক কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সাবেক অধ্যাপক ও গাইবান্ধা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ রেজাউল করিম পান্নাকে হত্যার প্রতিবাদে ও দ্রুত বিচার ট্রাইব্যুনালে বিচারের দাবীতে স্বরাষ্ট্রমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে। আজ সোমবার বিকেলে সুশাসনের জন্য নাগরিক (সুজন) বগুড়া জেলা কমিটির উদ্যোগে জেলা প্রশাসক সাইফুল ইসলাম ও পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্তী এর মাধ্যমে এ স্মারকলিপি প্রদান করা হয়।
পুলিশ সুপারের এর পক্ষে স্মারকলিপি গ্রহণ করেন অতিরিক্ত পুলিশ সুপার সিন্ধা আকতার পিপিএম। এ সময় উপস্থিত ছিলেন সুজনের জেলা শাখার সভাপতি অধ্যাপক ছালামত উল্লাহ, সাধারণ সম্পাদক হুমায়ুন ইসলাম তুহিন, যুগ্ন সম্পাদক সেলিম রেজা সানু, সাংগঠনিক সম্পাদক মমিনুর রশিদ শাহীন, প্রচার ও প্রকাশনা সম্পাদক শাকিল আহম্মেদ চৌধুরি রনি, সদস্য মাহবুবুর রহমান চপল, এ্যাডঃ কহিনুর খানম, ইউনুস উদ্দীন, মুহাম্মাদ আবু মুসা, আনিসুর রহমান, চাঁন মিয়া, নিহত পান্নার ছেলে মুন প্রমুখ।