পাইকগাছায় উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান, ভাইস-চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান এর পক্ষ থেকে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত শত শত নেতাকর্মীদের সাথে নিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন করা হয়েছে।
বুধবার সকাল ১১ টায় পাইকগাছা উপজেলা পরিষদ চত্বরে অবস্থিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন করেন উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান আনন্দ মোহন বিশ্বাস, ভাইস-চেয়ারম্যান সম আব্দুল ওহাব বাবলু, মহিলা ভাইস চেয়ারম্যান অনিতা রাণী মন্ডলসহ বিভিন্ন পর্যায়ের নেতা কর্মী।
পরবর্তীতে উপজেলা আ’লীগের দলীয় কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আনোয়ার ইকবাল মন্টু।
এসময় বক্তব্য রাখেন, উপজেলা আ’লীগ সহ-সভাপতি সমিরন কুমার সাধু, ইউপি চেয়ারম্যান কাজল কান্তি বিশ্বাস, কেএম আরিফুজ্জামান তুহিন, কওছার আলী জোয়ার্দার, আবুল কালাম আজাদ। আরো বক্তব্য রাখেন সাধন ভদ্র, মোঃ বুলবুল আহমেদ, ইউনিয়ন আ’লীগের সভাপতি বেনজীর আহম্মেদ বাচ্চু, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন খোকন, প্রভাষক মঈনুল ইসলাম, বাবুরাম মন্ডল, শিমুল বিল্লাহ বাপ্পী, জগদীশ চন্দ্র রায় প্রমুখ।