৩১শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ| ১৫ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ| ১২ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি| বিকাল ৪:৩৩| শরৎকাল|

বঙ্গমাতা স্মরণে নারী প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত 

Reporter Name
  • Update Time : শুক্রবার, সেপ্টেম্বর ২৯, ২০২৩,
  • 133 Time View

ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি:

ময়মনসিংহের ত্রিশালে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব স্বরণে প্রীতি ফাইনাল ফুটবল খেলা অনুষ্ঠিত হয়েছে।

আজ শুক্রবার বিকেলে উপজেলার জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মৃতিবিজড়িত সরকারি নজরুল একাডেমি মাঠে খেলা অনুষ্ঠিত হয়।

যুবলীগ নেতা শামীম পারভেজের আয়োজনে খেলায় অংশ নেয় ‘উত্তোরণ ফুটবল একাডেমী ঠাকুরগাঁও বনাম জয়পুরহাট প্রমিলা একাডেমী। খেলায় জয়পুরহাট প্রমিলা একাডেমি ট্রাইব্রেকারে ৫–৪ গোলে জয়ী হয়েছে।

খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সভাপতি এহতেশামুল আলম।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ত্রিশাল পৌরসভার 8 নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ আজহারুল ইসলাম। খেলা উদ্বোধন করেন ময়মনসিংহ জেলা যুবলীগের আহ্বায়ক মোঃ আজহারুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ত্রিশাল উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম মোঃ শামসুদ্দিন, সাধারণ সম্পাদক মোঃ ইকবাল হোসেন, বাংলাদেশ বার কাউন্সিল রিলিফ কমিটির চেয়ারম্যান এডভোকেট জালাল উদ্দীন খান, ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক নবী নেওয়াজ সরকার, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আনোয়ার হোসেন আকন্দ, সাবেক যুগ্ম-আহ্বায়ক এনএম শোভা মিয়া আকন্দ, আশরাফুল ইসলাম মন্ডল, সাবেক উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হামিদুর রহমান, ময়মনসিংহ জেলা যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য মোঃ আসাদুজ্জামান রুমেল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হুমায়ুন কবির আকন্দ প্রমুখ।

প্রীতি ফুটবল খেলা উপভোগ করতে আশপাশের এলাকা থেকে কয়েক হাজার নারী-পুরুষ উপস্থিত হয়েছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরি অন্যান্য নিউজ