২৭শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ| ১২ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ| ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি| সকাল ৭:৩১| হেমন্তকাল|
শিরোনাম:
রাণীশংকৈলে ডিএমআইই পদ্ধতি বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত তারেক জিয়া সাইবার ফোর্স নরসিংদী জেলা শাখার কমিটি গঠন স্বাধীনতা বিরোধীদের সঙ্গে এদেশের মানুষ আপোষ করতে পারে না- মির্জা ফখরুল পাটগ্রাম সীমান্তে বিএসএফের ছররা গুলিতে তিন বাংলাদেশি আহত নান্দাইলে ধানের শীষের ভোট চেয়ে ছাত্রদলের নেতৃত্বে প্রচারণা মিছিল ভোলায় মানবতার বন্ধনের উদ্যোগে জলবায়ু পরিবর্তন ও প্রভাব শীর্ষক আলোচনা সভা নান্দাইলে বিএনপির মনোনীত প্রার্থীর পক্ষে ধানের শীষের মিছিল কপিলমুনি ব্লাড ব্যাংকের সভাপতি রাজ, সম্পাদক রনি কুড়িগ্রাম-২ আসনে গণসংযোগ করছেন ইসলামী আন্দোলনের প্রার্থী নূর বখ্ত মিয়া অবহেলিত পাইকগাছা-কয়রাকে রোল মডেল করতে চান  বিএনপি প্রার্থী বাপ্পী

বড়পুকুরিয়া কয়লাখনি পরিদর্শনে ইউআইটিএস সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা

মো. শাফায়াত হোসেন:
  • Update Time : রবিবার, অক্টোবর ১৯, ২০২৫,
  • 45 Time View

ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (ইউআইটিএস) এর সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা দেশের একমাত্র ভূগর্ভস্থ কয়লা খনি বড়পুকুরিয়া কয়লা খনি পরিদর্শন করেন।

দিনাজপুরের পার্বতীপুরে অবস্থিত এই কয়লা খনি পরিদর্শনের মাধ্যমে শিক্ষার্থীরা প্রকৌশল বিদ্যার বাস্তব প্রয়োগ সম্পর্কে গুরুত্বপূর্ণ ধারণা লাভ করেন।

বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোঃ আবু তালেব ফরাজী ইউআইটিএস সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীদের স্বাগত জানিয়ে বক্তব্য প্রদান করেন।

প্রফেসর ড. ইঞ্জিনিয়ার মোঃ রশিদুল হাসানের নেতৃত্বে ইউআইটিএস এর সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীদের সফরের মূল উদ্দেশ্য ছিল খনির ভূতাত্ত্বিক গঠন, খনন কৌশল, ভূগর্ভস্থ খনির নিরাপত্তা ব্যবস্থা, ও পরিবেশ ব্যবস্থাপনা সম্পর্কে সরাসরি ধারণা লাভ করা।

এসময় আরো উপস্থিত ছিলেন ইউআইটিএস সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রভাষক জেবা ফারিয়া, রাহাত মোস্তফা প্রান্তর, সাদমান সাকিব।

সফরের সময় বড়পুকুরিয়া কয়লা খনির প্রকৌশলীরা শিক্ষার্থীদের জন্য একটি প্রেজেন্টেশন প্রদান করেন, যেখানে খনির উৎপাদন প্রক্রিয়া, খনন প্রযুক্তি, ভূগর্ভস্থ সুরক্ষা ব্যবস্থা, জ্বালানি সরবরাহ চেইন এবং পরিবেশগত প্রভাব মোকাবিলায় গৃহীত উদ্যোগসমূহ তুলে ধরা হয়। শিক্ষার্থীরা সরাসরি খনির ভেতরে প্রবেশ করে ভূগর্ভস্থ খনন কার্যক্রম পর্যবেক্ষণ করার বিরল সুযোগ পান।

বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোঃ আবু তালেব ফরাজী বলেন, ‘ইউআইটিএস সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগকে কে অসংখ্য ধন্যবাদ তাদের শিক্ষার্থীদেরকে নিয়ে বড়পুকুরিয়া কয়লা খনি পরিদর্শনের জন্য। এই বড়পুকুরিয়া কয়লা খনি পরিদর্শনের মাধ্যমে আগত শিক্ষার্থীরা প্রকৌশল বিদ্যার বাস্তব প্রয়োগ সম্পর্কে গুরুত্বপূর্ণ ধারণা লাভ করেন।’

প্রফেসর ড. ইঞ্জিনিয়ার রশিদুল হাসান বলেন, ‘শিক্ষার্থীদের পাঠ্যবইয়ের জ্ঞান বাস্তবতার সাথে মিলিয়ে দেখার এ ধরণের সুযোগ তাদের পেশাগত দক্ষতা বৃদ্ধিতে সহায়ক হবে। এছাড়াও, পরবর্তী প্রজন্মের প্রকৌশলীদের মাঝে বাস্তবমুখী চিন্তাভাবনা গড়ে তুলতে এই ধরনের সফর অত্যন্ত কার্যকর।’

সফর শেষে শিক্ষার্থীদের অভিমত জানতে চাইলে সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা বলেন, ‘এই সফর আমাদের জন্য একটি ব্যতিক্রমধর্মী অভিজ্ঞতা। এর মাধ্যমে শুধুমাত্র প্রকৌশল নয়, পরিবেশ, অর্থনীতি ও টেকসই উন্নয়ন সম্পর্কে সমন্বিতভাবে চিন্তা করার সুযোগ পাবো যা আমাদেরকে একজন দক্ষ ও দায়িত্বশীল প্রকৌশলী হিসেবে গড়ে তুলতে সহায়তা করবে।’

উল্লেখ্য, বড়পুকুরিয়া কয়লা খনি বাংলাদেশের একমাত্র ভূগর্ভস্থ কয়লা খনি, যার পরিচালনা করে বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানি লিমিটেড। এই খনি থেকে উত্তোলিত কয়লা দেশের বিদ্যুৎ উৎপাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে, বিশেষ করে বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রের প্রধান জ্বালানি উৎস হিসেবে ব্যবহৃত হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরি অন্যান্য নিউজ