আছাদুজ্জামান খন্দকার, কিশোরগঞ্জ প্রতিনিধি:
কিশোরগঞ্জ-২ (পাকুন্দিয়া-কটিয়াদি) আসনের জাতীয় সংসদ সদস্য সাবেক আইজিপি নূর মোহাম্মদ বলেছেন, স্বাধীনতা সংগ্রাম বাঙ্গালী জাতিকে একমাত্র জাতির জনক বঙ্গবন্ধুই এক পাল্লায় উঠাতে পেরেছিলেন। আর কউ পারেননি। অথচ তিনিও বুঝতে পারেননি যে তাঁর শত্রু রয়েছে। একটি কুচক্রী মহল যখন জাতির জনককে হত্যা করে তখন কাউকেই কাছে পাননি তিনি। কাছের লোকগুলাও তখন গা ঢাকা দিয়েছিল।
জাতীয় শোক দিবস উপলক্ষ্যে মঙ্গলবার দুপুরে পাকুন্দিয়া সদর ঈদগাহে পাকুন্দিয়া উপজেলা আওয়ামীলীগ, শ্রমিক লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ ও ছাত্রলীগের যৌথ আয়োজিত আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। এর আগে তিনি সকালে উপজেলা প্রশাসন আয়োজিত উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত শোক দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন।
তিনি বলেন, জাতির জনক স্বপ্ন দেখেছিলেন এদেশের মানুষকে তিনি খাদ্য দিবেন, চিকিৎসা দিবেন, শিক্ষা দিবেন ও আশ্রয় দিবেন। বর্তমান তাঁরই সুযাগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর স্বপ্ন বাস্তবায়ন করেছেন। বাংলাদেশের এমন জায়গা বাদ নেই- যেখান উন্নয়নের ছোঁয়া লাগেনি।
উপজেলা কৃষকলীগের সাবেক সভাপতি বাবুল আহমেদের সঞ্চালনায় আলোচনা সভায় সভাপতিত্ব করেন, পাকুন্দিয়া পৌরসভার মেয়র মো. নজরুল ইসলাম আকন্দ।
এসময় অন্যদর মধ্য বক্তব্য রাখেন, পাকুন্দিয়া উপজেলা মুক্তিযুদ্ধা সংসদের সাবেক কমান্ডার মো. মিছবাহ উদ্দিন, জেলা শ্রমিকলীগের উপদেষ্টা সদস্য আতাউল্লাহ সিদ্দিক মাসুদ, উপজেলা মহিলালীগের সাবেক সভাপতি খালেদা বেগম, জেলা পরিষদের সদস্য মো. শফিকুল ইসলাম, বুরুদিয়া ইউপি চেয়ারম্যান মো. নাজমুল হুদা রুবেল।
এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগের আহবায়ক মো. হেলাল উদ্দীন, উপজেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক মো. এখলাছ উদ্দিন, পৌর ছাত্রলীগর সাবেক সাধারণ সম্পাদক মো. ফরিদ উদ্দীন, হোসেন্দী ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক আমজাদ হোসেন সবুজ, পাকুন্দিয়া কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আরমিন আহমেদ, কলেজ শাখা ছাত্রলীগ নেতা সাকিবুল হাসান মুন্না ও পৌরসভার ৫নং ওয়ার্ড কাউন্সিলর তরিকুল ইসলাম আসাদ প্রমুখ।