ফারজানা আক্তার (তন্বী) বাজিতপুর:
১৭ নভেম্বর শুক্রবার বিকেলে কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার পিরিজপুর ইউনিয়নের গজারিয়া বাজারে মিথ্যা ও উদ্দেশ্য প্রণোদিত ভিত্তিহীন সংবাদ প্রকাশের প্রতিবাদে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
সম্মেলনে হাজী মোঃ হাবিবুর রহমান বকুল লিখিত অভিযোগে বলেন, গতকাল ১৬ নভেম্বর বৃহস্পতিবার জাতীয় দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকায় মোকাররম হোসেন (অতুল) আমাকে জড়িয়ে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে। যার কোন সত্যতা নেই। সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। কতিপয় কিছু দুষ্কৃতিকারী লোক আমি এবং আমার পরিবারকে ক্ষতি করার জন্য এই প্রতিবেদন প্রকাশিত করেছে। পরে প্রকাশিত প্রতিবেদনের সত্য ঘটনা পত্রিকা অফিসকে অবগত করলে কর্তৃপক্ষ প্রতিবেদনটি অনলাইন মুছে দেয়।
তিনি আরও বলেন, আমি দীর্ঘ ২৫ বছর যাবত সুনামের সাথে পোল্ট্রি ব্যবসা করে আসছি। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে আমার ব্যবসা বন্ধ হয়ে যাওয়ার উপক্রম। বিভিন্ন ব্যাংক আমার কাছে অনেক টাকা ঋণ পাবে।
অথচ সংবাদটিতে প্রকাশ করেছে আমার মাধ্যমে অবৈধ অনলাইন জুয়া সহ বিভিন্ন খাত থেকে প্রতিদিন ৪০ থেকে ৪৫ লক্ষ টাকা বিদেশে পাচার হয়। যা আদৌ সত্য নয়। আমি আপনাদের মাধ্যমে অসত্য, মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। সে সাথে স্থানীয় প্রশাসনের কাছে আকুল আবেদন প্রকাশিত সংবাদের সাথে যারা জড়িত তদন্ত সাপেক্ষে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।
এ সময় উপস্থিত ছিলেন পিরিজপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ ফজলুল হক ভূইয়াসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।