বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি:
বরিশালের বাবুগঞ্জে ৮ বছর বয়সী এক কন্যা শিশুকে ১০ টাকা দেওয়ার লোভ দেখিয়ে যৌন হয়রানির অভিযোগ উঠেছে আব্দুর রব (৬৫) নামে এক ব্যক্তির বিরুদ্ধে।
গতকাল বৃহস্পতিবার সকালে বাবুগঞ্জ উপজেলার চাঁদপাশা ইউনিয়নে কারিকর নগর গ্রামে এ ঘটনা ঘটে। নির্যাতনের শিকার শিশুটি স্থানীয় একটি মাদ্রাসার প্রথম শ্রেণির ছাত্রী।
যৌন হয়রানির শিকার শিশুটি জানান, বৃহস্পতিবার সকালে বাড়ির সামনে খেলা করছিলো। এসময় প্রতিবেশী আব্দুর রব হাওলাদার বাড়ির পাশ দিয়ে যাওয়ার সময় শিশুটিকে কাছে ডেকে ১০ টা দেয়।
পরে শিশুটিকে তাঁর বাড়িতে নিয়ে নিজের (রব হাওলাদারের) গোপনাঙ্গে হাত দিতে বলে এবং তার পরিধেয় কাপড় খুলতে বলে।
এসময় শিশুটি কান্না করে টাকা ফেলে বাড়ি থেকে বেড়িয়ে এসে তার মাকে সব ঘটনা জানায়। পরে শিশুটির মা স্থানীয়দের নিয়ে বাবুগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ইকবাল আহমেদ আজাদকে জানান।
উপজেলা ভাইস চেয়াম্যান ইকবাল আহমেদ আজাদ জানান, অভিযুক্ত রব হাওলাদারের বিরুদ্ধে এর আগেও এ ধরনের অভিযোগ ছিল। এই ঘটনার সুষ্ঠু বিচার হওয়া দরকার।
এঘটনায় স্থানীয়রা বিমানবন্দর থানা পুলিশকে জানালে রাত ১০ টার দিকে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। জিজ্ঞাসাবাদের জন্য রব হাওলাদারকে থানায় আনা হয়েছে। এ ঘটনায় বিমানবন্দর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান বাবুগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ইকবাল আহমেদ আজাদ।
অভিযোগের বিষয়টি অস্বীকার করে আব্দুর রব হাওলাদার বলেন, মেয়েটি আমার নাতনির মতো, সব সময় আমার কাছে টাকা চায়। ঘটনার দিনও আমার কাছে ১০ টাকা চাওয়ায় তাঁকে একটু বকা দিয়েছি মাত্র। শিশুটির সঙ্গে খারাপ কোনো কিছু করিনি।