৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ| ১৮ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ| ২০শে শাওয়াল, ১৪৪৬ হিজরি| সন্ধ্যা ৬:১৮| গ্রীষ্মকাল|
শিরোনাম:

বিএনপির ইফতার মাহফিল ও কারামুক্ত নেতাকর্মীদের সংবর্ধনা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, এপ্রিল ৪, ২০২৪,
  • 83 Time View

মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:

বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও ঢাকা দক্ষিণ মহানগর বিএনপির আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুস সালাম বলেছেন, আজকে বিএনপি নয়, পুরো দেশ সংকটের মধ্যে রয়েছে। এই সংকট সমাধানে আওয়ামীলীগকে উৎখাত করা ছাড়া কোন বিকল্প নেই।

বৃহস্পতিবার সন্ধ্যায় চাঁপাইনবাবগঞ্জে জেলা বিএনপির আয়োজনে এক ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, বিএনপি কখনো নিজেদের জন্য আন্দোলন করে না। দেশের জন্য, দেশের স্বার্থে, গণতন্ত্রের জন্য, স্বাধীনতা রক্ষার জন্য আন্দোলন করেছে এবং করছে। আজকে মানুষ শান্তিতে নেই। কিন্তু আওয়ামীলীগ নেতারা বলেন, দেশের মানুষ নাকি শান্তিতে রয়েছে।

এ সময় বিএনপি নেতা আব্দুস সালাম আরো বলেন, শত বাধা হয়রানির পরেও বিএনপির নেতাকর্মীরা রাজপথে রয়েছে। যে পর্যন্ত ভারতীয় তাবেদার শেখ হাসিনা সরকারকে আমরা ক্ষমতা থেকে নামাতে না পারব, উৎক্ষাত করতে না পারবো সে পর্যন্ত তারেক রহমানের নেতৃত্বে আন্দোলন চলবে। তবে এই আন্দোলনে দলের মধ্যে ঐক্য থাকতে হবে। দলের ঐক্যের কোন বিকল্প নাই। আর তাই ক্ষমতা ছেড়ে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবি জানান খালেদা জিয়ার উপদেষ্টা আব্দুস সালাম।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, বিএনপির রাজশাহী বিভাগীয় সহ-সাংগাঠনিক সম্পাদক সৈয়দ শাহীন শওকত, জেলা বিএনপির আহবায়ক গোলাম জাকারিয়া, সিনিয়র যুগ্ম আহবায়ক অ্যাডভোকেট রফিকুল ইসলাম টিপু, সদস্য সচিব আলহাজ্ব রফিকুল ইসলামসহ বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

এ সময় খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় মোনাজাত করেন নেতাকর্মীরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরি অন্যান্য নিউজ