
বিএনপি প্রতিশোধের রাজনীতি করতে চায় না, প্রতিকার চায়। আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিজয়ী করে সত্যিকারের একটি গণতান্ত্রিক দেশ গড়ে তুলতে সহযোগিতা করার অনুরোধ জানান গাজীপুর জেলা বিএনপির আহবায়ক একেএম ফজলুল হক মিলন।
শনিবার (২৫ অক্টোবর) বিকেলে কালীগঞ্জ পৌরসভার ২ নম্বর ওয়ার্ড তুমলিয়া সমাজ কল্যাণ সংঘের উদ্যোগে কালীগঞ্জ সরকারী কালীগঞ্জ শ্রমিক কলেজ মাঠে তুমলিয়া প্রিমিয়ার লীগ ফুটবলের মেগা ফাইনাল খেলায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব বলেন।
খেলায় পানজোরা শুকপাড়া ইয়াং ষ্টার স্পোর্টি ক্লাব বনাম কালনি ৭ নং ওয়ার্ড একাদশ পরস্পরের মুখোমুখি হয়। নির্ধারিত সময়ে খেলাটি ১-১ গোলে ড্র হয়।
পরে খেলাটি ট্রাইবেকারের মাধ্যম্যে ২-০ গোলে পানজোড়াকে পরাজিত করে কালনী চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। রানার্স আপ হয়েছে পানজোড়া।
এ সময় উপস্থিত ছিলেন, গাজীপুর জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মো. খায়রুল আহসান মিন্টু, উপজেলা বিএপির আহবায়ক মো. হুমায়ুন কবির মাষ্টার, সদস্য মো. সোলায়মান আলম, আশরাফী হাবিবুল্লাহ, কালীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র মো. লুৎফর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী মো. মাইনুল হাসান, পৌর বিএনপির আহবায়ক মোহাম্মদ হোসেন আরমান মাষ্টার, সদস্য সচিব মো. ইব্রাহিম প্রধান, সদস্য মনির উদ্দিন পাঠান মিঠু প্রমুখ।