নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীর মনোহরদীতে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা পেয়েছেন দুই শতাধিক মানুষ। আজ শুক্রবার দিনব্যাপী মনোহরদী মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে চক্ষু পরীক্ষা করা হয়।
মানবকল্যান মূলক সংগঠন বন্ধু চিরদিনের ব্যবস্থাপনায় এবং ঢাকা প্রোগ্রেসিভ লায়ন্স চক্ষু হাসপাতালের উদ্যোগে ৮ সদস্যের একটি দল এই চিকিৎসা সেবা প্রদান করেন।
চক্ষু ক্যাম্পে অংশ নেওয়া সব রোগীকে বিনামূল্যে চিকিৎসাপত্র, ওষুধ ও চশমা বিতরণ করা হয়। তাছাড়া ছানি রোগীদের বিনামূল্যে অপারেশন, যাতায়াত এবং থাকা-খাওয়ার ব্যবস্থা করা হয়।
এসময় উপস্থিত ছিলেন বন্ধু চিরদিন সংগঠনের সভাপতি মাহবুবুর রহমান সোহেল, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন ভূঁইয়া আঙ্গুর, সহ সভাপতি সামসুল আলম খোকা, অর্থ সম্পাদক মাহমুদা নাছরিন শিউলী, যুগ্ম সাধারণ সম্পাদক আমিনা পারভিন, সাংগঠনিক সম্পাদক পরিতোষ চন্দ্র দে, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক কোহিনূর আল-আমিন, সমাজ কল্যান সম্পাদক রমিজা বেগম।
এছাড়াও উপস্থিত ছিলেন সামসুল হক মিঠু, আতাউর রহমান, আমির হোসেন, মোস্তফা জোয়ার্দার, সুকোমল চন্দ্র মোদক, সবিতা রানী মন্ডল, অধ্যাপক একেএম শফিকুল ইসলাম, আবুল কালাম, আলেয়া বেগম, ফরিদা ইয়াছমিন হেনা প্রমুখ।