
রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে ঘটে যাওয়া মর্মান্তিক বিমান বিধ্বস্তের দুর্ঘটনায় নিহতদের স্মরণে ইয়ুথ নেটওয়ার্ক ফর ডেভেলপমেন্টের উদ্যোগে দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
আজ বুধবার (২৩ জুলাই) বাদ যোহর দ্বীপজেলা ভোলার চরফ্যাশনে বাইতুল গফুর মাদরাসায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রাজধানীর দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমান বাহিনীর এফ-৭বিজিআই প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের মর্মান্তিক দুর্ঘটনায় নিহতদের আত্মার মাগফিরাত কামনায় এবং আহতদের দ্রুত সুস্থতা কামনায় যুব ও সামাজিক সংগঠন ইয়ুথ নেটওয়ার্ক ফর ডেভেলপমেন্টের উদ্যোগে দোয়া মাহফিলের অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিল পরিচালনা করেন ইয়ুথ নেটওয়ার্ক ফর ডেভেলপমেন্ট, চরফ্যাশন উপজেলা শাখার আহবায়ক আহ্বায়ক হাফেজ কাউছার আহমাদ।
এসময় উপস্থিত ছিলেন ইয়ুথ নেটওয়ার্ক ফর ডেভেলপমেন্ট চরফ্যাশন উপজেলা আহ্বায়ক কমিটির সদস্য মাওলানা মিজান জামিল, বাইতুল গফুর মাদ্রাসার শিক্ষক এবং শিক্ষার্থীবৃন্দ।
এসময় সূরা ইয়াসিনের খতম শেষে দোয়া মাহফিলে নিহতদের আত্মার মাগফিরাত কামনা এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করা হয়।
ইয়ুথ নেটওয়ার্ক ফর ডেভেলপমেন্টের এক্সিকিউটিভ ডিরেক্টর মোঃ শাফায়াত হোসেন (সিয়াম) বলেন, ‘জাতির জন্য এটি একটি গভীর বেদনার ক্ষণ। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমান বাহিনীর এফ-৭বিজিআই প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের মর্মান্তিক দুর্ঘটনায় বিমানসেনা ও মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষক-কর্মচারীসহ অন্যান্যদের যে ক্ষতি হয়েছে তা অপূরণীয়।’
ইয়ুথ নেটওয়ার্ক ফর ডেভেলপমেন্ট এর চরফ্যাশন উপজেলা শাখার আহবায়ক হাফেজ কাউছার আহমাদ বলেন, ‘বিমান দুর্ঘটনায় প্রাণ হারানো মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের এই অকাল মৃত্যুর এমন অনাকাঙ্ক্ষিত দূর্ঘটনায় আমরা শোকাহত। আজকের দোয়া মাহফিলের মাধ্যমে আমরা নিহতদের আত্মার শান্তি কামনা করছি এবং তাঁদের পরিবার যেন এই শোক কাটিয়ে উঠতে পারে সে প্রার্থনাই করছি।’