সারাদেশে বিরতিহীন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ফলে স্বৈরশাসকের বিদায় হয়েছে। এ জন্য ছাত্রসহ সাধারণ মানুষের জীবন দিতে হয়েছে। যাঁরা দেশের জন্য জীবন উৎসর্গ করেছেন তাঁরা শহীদ হয়েছে। আহত হয়েছে হাজার হাজার মানুষ। বর্তমান সরকার তাঁদের পরিবারের পাশে দাঁড়িয়েছে। একটি সুন্দর বাংলাদেশ চাই আমরা। এজন্য সবার সহযোগিতা প্রয়োজন।
ময়মনসিংহের ফুলপুর উপজেলা পরিষদ হলরুমে সোমবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে মতবনিময় সভায় এসব কথা বলেন নবাগত জেলা প্রশাসক (ডিসি) মুফিদুল আলম।
তিনি আরো বলেন, এর আগে বাংলাদেশের বৃহত্তম রাজনীতিদল গুলো এ সরকারকে বিদায় করতে বিশাল আন্দোলন করতে দেখা গেলেও তাদের আন্দোলনে বিরতি ছিল। ছাত্ররা কোন প্রকার বিরতি না দিয়ে জীবন বাজি রেখে এক প্রকার সন্মুখ যুদ্ধ চালিয়ে জয়ী হয়েছে। অবশেষে গণতন্ত্র ফিরে আসছে।
ফুলপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এ.বি.এম. আরিফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানটি পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) মেহেদী হাসান ফারুক।
সভায় বিভিন্ন শ্রেণি পেশার মানুষ ও স্থানীয় সাংবাকিগণ উপস্থিত ছিলেন।
এ সময় বক্তব্য রাখেন ফুলপুর-তারাকান্দার সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা এডভোকেট আবুল বাসার আকন্দ, ফুলপুর থানার ওসি মোহাম্মদ রাশেদুজ্জমান, সাবেক মেয়র ও উত্তর জেলা বিএনপির সদস্য আমিনুল হক, ফুলপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব সিদ্দিকুর রহমান, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এমরান হাসান পল্লভ, উপজেলা জামায়েতের আমীর শিক্ষক গোলাম কিবরিয়া, ইসলামী আন্দোলন বাংলাদেশের ফুলপুর উপজেলা সভাপতি অধ্যক্ষ মাওলানা একেএম জালাল উদ্দিন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার হুমায়ুন কবীর, ইউপি চেয়ারম্যান মাহবুব আলম ডালিম, সাংবাদিক নুরুল আমিন, নাজিম উদ্দিন।
জেলা স্বেচ্চাসেবক দলের সদস্য সচিব মুহিবুল হক টুটুল, যুবদল নেতা ওয়াহিদুজ্জমান মিঠুন, জিএস পারভেজ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের লাবিব রাহাত, জিল্লুর রহমান হৃদয়, মিজানুর রহমান সুজন, উপজেলা কৃষি কর্মকর্তা ফারুক আহাম্মদ, প্রাণীসম্পদ কর্মকর্তা ডাক্তার আব্দুর রাজ্জাক প্রমুখ।