
“মাদকমুক্ত সমাজ গড়ি, খেলাধুলায় মনোনিবেশ করি” স্লোগানে নরসিংদীর মনোহরদীতে প্রিমিয়ার ফুটবল লীগের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
আজ রবিবার বিকেলে উপজেলার বড়চাপা ইউনিয়নের বীরমাইজদিয়া উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য ও নরসিংদী জেলা বিএনপির জেষ্ঠ্য সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা সরদার সাখাওয়াত হোসেন বকুল।
খেলার উদ্বোধন করেন বীরমাইজদিয়া স্পোর্টিং ক্লাবের প্রধান উপদেষ্টা মো. এনামুল হক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সদস্য সচিব আমিনুর রহমান সরকার দোলন, চালাকচর ইউনিয়ন বিএনপির সভাপতি সরদার মাহমুদ হাসান ফোটন, বড়চাপা ইউনিয়ন বিএনপির সভাপতি গোলজার হোসেন গুলশান, সাধারণ সম্পাদক মোঃ আফাজ উদ্দীন কিরণ, মনোহরদী উপজেলা বিএনপির সদস্য মোঃ তমিজ উদ্দীন, সাবেক ইউপি সদস্য মোঃ নুরুল ইসলাম, বড়চাপা ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি মোঃ নাজমুল আলম, সাধারণ সম্পাদক মোঃ কফিল উদ্দীন, বাংলাদেশ পুলিশের উপ পরিদর্শক (এসআই) উত্তম কুমার মিঠু, বীরমাইজদিয়া স্পোর্টিং ক্লাবের সভাপতি আল-আমীন, সাধারণ সম্পাদক টিটুল রায় টুটুল, আহসান উল্লাহ রতন, জহিরুল ইসলাম, মোঃ শাহীনুর রহমান প্রমুখ।
খেলায় ধাঁনসিড়ি ফুটবল একাদশ ট্রাইব্রেকারে ৩–২ গোলে প্রভাতী ফুটবল একাদশকে হারিয়ে জয় লাভ করে।
প্রধান অতিথি সরদার সাখাওয়াত হোসেন বকুল বলেন, আমরা বিশ্বাস করি, খেলাধুলা শুধুমাত্র বিনোদনের মাধ্যম নয়, এটি জাতি গঠনের অন্যতম উপাদান। একটি সুস্থ, সচেতন ও মাদকমুক্ত প্রজন্ম গড়ে তুলতে হলে খেলাধুলার বিকল্প নেই।
তিনি আরও বলেন, “খেলাধুলা যুব সমাজকে শৃঙ্খলিত ও মাদকমুক্ত জীবনের পথে পরিচালিত করে।”
মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যাশায় চমৎকার এই খেলার আয়োজন করায় কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান তিনি।